ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের চিঠিতে শেখ মুজিবুর রহমানের গুণগান

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিএনপির বিক্ষোভ

সরোজগঞ্জ, প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / ৪৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহের বিতর্কিত কাণ্ডে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচির একটি আওয়ামী লীগ ঘেঁষা চিঠি নিয়ে গত বুধবার আলোচনা-সমালোচনা শুরু হয়। এই চিঠি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রধান শিক্ষক আবু সালেহের বিরুদ্ধে সরোজগঞ্জ বাজারে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মজিদ, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন রুবেল।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, শংকরচন্দ্র ইউনিয়ন যুবনেতা রাজু আহমেদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমান আশিক, চুয়াডাঙ্গা সদর থানার ছাত্রদের সদস্যসচিব মাহাবুবুর রহমান ও ছাত্রদলের আরাফাত রহমান।

প্রতিবাদ সভায় চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল বলেন, ছাদেমান নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ যে চিটি তৈরি করে বিতরণ করেছেন, এর কোনো ক্ষমা নেই। কারণ সে আওয়ামী লীগের সকল বিষয়বস্তু নিয়ে গুণগান করে নতুন নীলনকশা তৈরি করছে। আমাদের একটাই দাবি, আবু সালেহকে অপসারণ করতে হবে নয়ত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে জনগণ।

উল্লেখ্য, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, ‘বাঙালির জীবনে এক গৌরবোজ্জ্বল দিন ১৬ ডিসেম্বর। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয় বাংলাদেশের মহান বিজয়। এ দিবসের প্রাক্কালে গর্বিত চিত্তে শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও মুক্তিকামী জনগণের প্রতি। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয়ের প্রেরণাকে সমুজ্জ্বল রাখতে ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আগামী ১৬ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার সকাল ৮.৩০ ঘটিকায় দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত দিবসটি যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে। এ চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এ অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি, অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের চিঠিতে শেখ মুজিবুর রহমানের গুণগান

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিএনপির বিক্ষোভ

আপলোড টাইম : ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহের বিতর্কিত কাণ্ডে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচির একটি আওয়ামী লীগ ঘেঁষা চিঠি নিয়ে গত বুধবার আলোচনা-সমালোচনা শুরু হয়। এই চিঠি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রধান শিক্ষক আবু সালেহের বিরুদ্ধে সরোজগঞ্জ বাজারে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মজিদ, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন রুবেল।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, শংকরচন্দ্র ইউনিয়ন যুবনেতা রাজু আহমেদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমান আশিক, চুয়াডাঙ্গা সদর থানার ছাত্রদের সদস্যসচিব মাহাবুবুর রহমান ও ছাত্রদলের আরাফাত রহমান।

প্রতিবাদ সভায় চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল বলেন, ছাদেমান নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ যে চিটি তৈরি করে বিতরণ করেছেন, এর কোনো ক্ষমা নেই। কারণ সে আওয়ামী লীগের সকল বিষয়বস্তু নিয়ে গুণগান করে নতুন নীলনকশা তৈরি করছে। আমাদের একটাই দাবি, আবু সালেহকে অপসারণ করতে হবে নয়ত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে জনগণ।

উল্লেখ্য, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, ‘বাঙালির জীবনে এক গৌরবোজ্জ্বল দিন ১৬ ডিসেম্বর। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয় বাংলাদেশের মহান বিজয়। এ দিবসের প্রাক্কালে গর্বিত চিত্তে শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও মুক্তিকামী জনগণের প্রতি। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয়ের প্রেরণাকে সমুজ্জ্বল রাখতে ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আগামী ১৬ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার সকাল ৮.৩০ ঘটিকায় দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত দিবসটি যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে। এ চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এ অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি, অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।’