মুজিবনগরে সংখ্যাগরিষ্ঠ কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ
- আপলোড টাইম : ১০:১৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দারিয়াপুর হাইস্কুল মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান ও মুজিবনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আরমান আলী। সমাবেশ সঞ্চালনায় ছিলেন দারিয়াপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান লিটন বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ৩১ দফা রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমান সেটা উল্লেখ করেছেন। তার এই দিকনির্দেশনায় আমাদের এই তৃণমূল কৃষকের সাথে পথচলা। কৃষক যাতে সহজ সুলভ ন্যায্যমূল্য সার-বীজ কীটনাশক পায়। সময়মতো কৃষকের খেতে পরিচর্যা করতে পারে সে ক্ষেত্রে, আমাদের সকলকে সচেতন থাকতে হবে, কোনো অপশক্তি যেন সিন্ডিকেট করে কৃষি সেবাকে বঞ্চিত করতে না পারে।’