ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র নিহত

ঝিনাইদহ অফিস:

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / ১৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবতুলা নামক স্থানে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশানুর রহমান (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশানুর মহেশপুরের বাথানগাছি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এসময় হৃদয় (১৪) নামের আরেক স্কুল ছাত্র আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ছাত্র আশানুর ও তার চাচাতো একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে হৃদয় হোসেন মোটরসাইকেলে নওদা গ্রামের দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশানুর নিহত হয়। গুরুতর অবস্থায় তার চাচাতো ভাই হৃদয়কে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ এ খবর নিশ্চিত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র নিহত

ঝিনাইদহ অফিস:

আপলোড টাইম : ১০:০০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবতুলা নামক স্থানে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশানুর রহমান (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশানুর মহেশপুরের বাথানগাছি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এসময় হৃদয় (১৪) নামের আরেক স্কুল ছাত্র আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ছাত্র আশানুর ও তার চাচাতো একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে হৃদয় হোসেন মোটরসাইকেলে নওদা গ্রামের দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশানুর নিহত হয়। গুরুতর অবস্থায় তার চাচাতো ভাই হৃদয়কে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ এ খবর নিশ্চিত করেছেন।