কালীগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
- আপলোড টাইম : ০৯:৫৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / ২৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামের একটি নদ থেকে চায়ন হোসেন (৭) ও আবির হাসান (৫) নামের দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বারোবাজার ইউনিয়নের বুড়িভৈরব নদ থেকে তাদের লাশ উদ্ধার করে স্বজনেরা। চায়ন হোসেন হাসিলবাগ গ্রামের শওকত আলীর ছেলে। আর আবির হাসানের বাবার নাম আবু সালেহ। পুলিশ ধারণা করছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, চয়ন ও আবির বৃহস্পতিবার সকালে খেলতে বাইরে বের হয়। সারাদিন খুঁজেও তাদের পাওয়া যাচ্ছিল না। দিনব্যাপী নিখোঁজ থাকার একপর্যায়ে পরিবারের সন্দেহ হলে পার্শ্ববর্তী বুড়িভৈরব নদে খোঁজ করতে যায়। পরে নদ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে স্বজনেরা। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।