মেহেরপুরে তুলা চাষের ওপর কৃষক মাঠ দিবস
- আপলোড টাইম : ০৯:৪৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / ২৩ বার পড়া হয়েছে
মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামে তুলা উন্নয়ন বোর্ডের তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অর্থায়নে তুলা চাষ সম্প্রসারণ ও চাষি উদ্বুদ্ধকরণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের আয়োজনে পাটকেলপোতা গ্রামে এই মাঠ দিবস পালিত হয়।
মেহেরপুর সদরের পাটকেলপোতা গ্রামের ৪০ জন কৃষক নিয়ে তুলা চাষে উদ্বুদ্ধকরণ ও এর সম্প্রসারণ, তোলার বীজবপন গাছের পরিচর্যা রোগ বালাই ও পোকামাকড় দমনে সার ও কীটনাশকের ব্যবহারের মাত্রা নির্ণয়, তুলার ফলের বল আকৃতি থাকাকালীন সময়ে রোগ মুক্তকরণ পদ্ধতি, তোলা সংগ্রহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ। এছাড়া বক্তব্য দেন তুলা উন্নয়ন অফিসার এস এম এজাজুল ইসলাম, বারাদী ইউনিটের কটন ইউনিট অফিসার জাকারিয়া ইকবাল প্রমুখ।