আলমডাঙ্গায় অবশেষে রাস্তা থেকে সরানো হলো ড্রেনের বর্জ্য
স্বস্তি ফিরেছে এলাকার বাসিন্দাদের
- আপলোড টাইম : ০৯:৪১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / ৩৫ বার পড়া হয়েছে
অবশেষে আলমডাঙ্গা পৌরসভার ড্রেন পরিষ্কার করে রাস্তায় ফেলে রাখা বর্জ্য ও নোংরা পচা-কাদা সরিয়ে ফেলা হয়েছে। প্রায় দুই দিন থেকে ফেলে রাখার পর গতকাল বৃহস্পতিবার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলমডাঙ্গা ক্লিনিকের গলিতে পরিষ্কার করা ড্রেনের বর্জ্য পরিষ্কার করা হয়েছে। এতে ভুক্তভোগী এলাকার বসবাসকারী বাসিন্দাদের জীবনে স্বস্তি ফিরেছে।
এর আগে গত ১০ ডিসেম্বের দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় ‘আলমডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ড্রেনেজ বেহাল, রাস্তায় বর্জ্য ফেলায় ভোগান্তি বেড়েছে দ্বিগুণ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলামের নজরে আসে এবং বিষয়টি সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন। তারপর থেকে কার্যক্রম শুরু হয়ে গতকাল সুন্দরভাবে সম্পন্ন হয়। এতে এলাকার মানুষের মনে স্বস্তি ফিরেছে। এলাকাবাসী দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা ও পৌর প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আসিফ মাহমুদ বলেন, ভোগান্তির পর বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আবর্জনা, বর্জ্য, নোংরা পচা গাদা সরিয়ে ফেলার ফলে গলি রাস্তাটিতে চলাচল স্বাভাবিক হয়েছে। পাশাপাশি মানুষ তার প্রয়োজনীয় কর্মকাণ্ড সম্পন্ন করার জন্য স্বস্তিতে আসা যাওয়া করছে। এ জন্য সহযোগী পত্রিকা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।