ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে এক অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় নিশ্চিতে কাজ করছিল পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে অজ্ঞাত ওই নারীকে শহরের মাথাভাঙ্গা ব্রিজসহ বড় বাজারের আশেপাশে ভিক্ষা করতে দেখা গেছে। তিনি বিভিন্ন সময় পায়ে হেঁটে চলাচলের পাশাপাশি এক স্থানে বসে থেকেও ভিক্ষা করতেন। গতকাল বুধবার সকাল থেকেই তিনি মাথাভাঙ্গা ব্রিজেই অবস্থান করছিলেন। স্থানীয়দের ধারণা তিনি মানসিক প্রতিবন্ধী হয়ে থাকতে পারেন।

সদর থানা পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে স্থানীয়রা ব্রিজের ওপর অজ্ঞাত নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ঘটনার বিষয়ে জানতে পেরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং লাশ উদ্ধার ও পরবর্তী প্রক্রিয়া শুরু করেন। গতকাল রাতেই অজ্ঞাত পরিচয়ে মৃতদেহটির সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। পরে লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়। আজ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সদর থানা কর্তৃপক্ষ।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঠান্ডাজনিত কারণে বা স্ট্রোকের ফলে তার মৃত্যু হতে পারে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্তের চেষ্টাও চলছে।’

তিনি আরও জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল থেকে ওই নারী ব্রিজের ওপর বসে ভিক্ষা করছিলেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবারের (আজ) মধ্যে মহদেহের পরিচয় শনাক্ত না হলে অজ্ঞাত লাশ দাফননকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের দাফনকার্য সম্পাদনে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপলোড টাইম : ১০:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে এক অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় নিশ্চিতে কাজ করছিল পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে অজ্ঞাত ওই নারীকে শহরের মাথাভাঙ্গা ব্রিজসহ বড় বাজারের আশেপাশে ভিক্ষা করতে দেখা গেছে। তিনি বিভিন্ন সময় পায়ে হেঁটে চলাচলের পাশাপাশি এক স্থানে বসে থেকেও ভিক্ষা করতেন। গতকাল বুধবার সকাল থেকেই তিনি মাথাভাঙ্গা ব্রিজেই অবস্থান করছিলেন। স্থানীয়দের ধারণা তিনি মানসিক প্রতিবন্ধী হয়ে থাকতে পারেন।

সদর থানা পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে স্থানীয়রা ব্রিজের ওপর অজ্ঞাত নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ঘটনার বিষয়ে জানতে পেরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং লাশ উদ্ধার ও পরবর্তী প্রক্রিয়া শুরু করেন। গতকাল রাতেই অজ্ঞাত পরিচয়ে মৃতদেহটির সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। পরে লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়। আজ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সদর থানা কর্তৃপক্ষ।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঠান্ডাজনিত কারণে বা স্ট্রোকের ফলে তার মৃত্যু হতে পারে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্তের চেষ্টাও চলছে।’

তিনি আরও জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল থেকে ওই নারী ব্রিজের ওপর বসে ভিক্ষা করছিলেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবারের (আজ) মধ্যে মহদেহের পরিচয় শনাক্ত না হলে অজ্ঞাত লাশ দাফননকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের দাফনকার্য সম্পাদনে ব্যবস্থা নেয়া হবে।