আলমডাঙ্গার আইলহাঁসে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিএনপি নেতা শরীফ
ভালো আয়োজনে সবসময় আমার অংশগ্রহণ থাকবে
- আপলোড টাইম : ১০:০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / ৬১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় প্রগতি সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় উপজেলার আইলহাঁস হাইস্কুল মাঠে এ খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রগতি সংঘের এ আয়োজন প্রশংসনীয়। এ ধরণের ভালো উদ্যোগে আমার সবসময় অংশগ্রহণ থাকবে। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব। আমি চাই যুবকরা সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনে নিজেদের অবস্থান গড়ে তুলুক।’
প্রগতি সংঘের সভাপতি মো. খোয়াজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক হারুন অর রশিদ বিশ্বাস, প্রগতি সংঘের সাধারণ সম্পাদক চান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ, সদর উপজেলা বিএনপি নেতা একরামুল হক একরা, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হাজি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান। ফাইনালে ধুতুরহাট একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বোয়ালিয়া একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।