চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নবজাতক শিশুদের জন্য নিউনেট ইউনিট স্থাপন
০-২৮ দিন বয়সী নবজাতক পাবে বিশেষ সেবা
- আপলোড টাইম : ১০:০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / ৪৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে সদ্যজাত শিশুদের জন্য প্রথমবারের মতো বিশেষায়িত নিউনেট ইউনিট স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার ইউনিটটি উন্মুক্ত করা হয়। যা ০ থেকে ২৮ দিন বয়সী নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করবে। এই ইউনিটে একসঙ্গে ১০টি শিশুকে বিশেষ সেবা দেয়া সম্ভব হবে। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলনের উদ্যোগে ইউনিটটি স্থাপন করা হয়েছে। ইউনিটটি কাচ দিয়ে আলাদা করা হয়েছে এবং এতে দুটি ফটোথেরাপি ও একটি বেবি ওয়ার্মার মেশিন স্থাপন করা হয়েছে।
ডা. মাহাবুবুর রহমান মিলন জানান, ইউনিটটি আলাদা করতে ৩৫ হাজার টাকার ফাইবার গ্লাস প্রয়োজন হয়েছিল। যার খরচ তিনি নিজেই বহন করেছেন। এছাড়া দুটি আধুনিক ফটোথেরাপি মেশিন ও একটি বেবি ওয়ার্মার মেশিন বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করেছেন। তিনি বলেন, ‘এই ইউনিটটি নবজাতক ও অপুষ্ট শিশুদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে। সদ্যজাত অসুস্থ ও অপুষ্ট শিশুদের সাধারণ শিশু রোগীদের থেকে বেশি যত্ন প্রয়োজন হয়। এছাড়া তাদের জন্য যতটা সম্ভব জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করাও প্রয়োজন। যা পূর্বে হাসপাতালের শিশু ওয়ার্ডে ছিল না।’
এই ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রেহানা পারভীন বলেন, ‘নিউনেট ইউনিটটি চালুর পর নবজাতক শিশুদের চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ হয়েছে। ইউনিটটিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকায় সঠিকভাবে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে।’
২ দিন বয়সী নবজাতক শিশুর অভিভাবক সালমা বলেন, ‘আমার সন্তান প্রিম্যাচিউর জন্মেছে। এখানে চিকিৎসা না পেলে হয়ত তাকে রাজশাহী নেয়া লাগতো। ডাক্তার ও নার্সরা সবসময় এখানে আসছেন এবং সব বাঁচ্চাদের খেয়াল রাখছেন।’
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিব সাদী বলেন, ‘নিউনেট ইউনিটটি সদর হাসপাতালে নবজাতকদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডাক্তার ও নার্সদের আন্তরিক প্রচেষ্টায় আমরা শিশুদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।’