ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

মুজিবনগরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ফেনসিডিলসহ ৪ চোরাকারবারি আটক

প্রতিবেদক, মুজিবনগর:
  • আপলোড টাইম : ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / ২০ বার পড়া হয়েছে

মুজিবনগর সীমান্তবর্তী সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, অ্যাকুরিয়াম ফিস ও নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশনসহ চার চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার ভোরে উপজেলার সোনাপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- আনন্দবাস পূর্বপাড়ার জহির খাঁর ছেলে মানিক (২০), মৃত নূরবকসের ছেলে লাল্টু মিয়া (৩৫), রিয়াজ মল্লিকের ছেলে জাকিরুল হোসেন (৩৩) এবং সোনাপুর মাঝপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এনামুল হক (৩৫)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোর চারটার দিকে মুজিবনগরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির মুজিবনগর বিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাগোয়ান ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ৬২৬ পিস নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন, ৭৫০ পিস অ্যাকুরিয়াম মাছ, ৫ বোতল ফেনসিডিল ও দুটি মোটরসাইকেলসহ ৪ চোরাকারবারিকে আটক করা হয়। পরে দুপুরে বিজিবি আটককৃত মালামালসহ আসামিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দুপুরে বিজিবি ৪ জন আসামিসহ জব্দকৃত মালামাল মুজিবনগর থানায় সোপর্দ করেছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মুজিবনগরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ফেনসিডিলসহ ৪ চোরাকারবারি আটক

আপলোড টাইম : ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

মুজিবনগর সীমান্তবর্তী সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, অ্যাকুরিয়াম ফিস ও নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশনসহ চার চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার ভোরে উপজেলার সোনাপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- আনন্দবাস পূর্বপাড়ার জহির খাঁর ছেলে মানিক (২০), মৃত নূরবকসের ছেলে লাল্টু মিয়া (৩৫), রিয়াজ মল্লিকের ছেলে জাকিরুল হোসেন (৩৩) এবং সোনাপুর মাঝপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এনামুল হক (৩৫)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোর চারটার দিকে মুজিবনগরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির মুজিবনগর বিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাগোয়ান ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ৬২৬ পিস নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন, ৭৫০ পিস অ্যাকুরিয়াম মাছ, ৫ বোতল ফেনসিডিল ও দুটি মোটরসাইকেলসহ ৪ চোরাকারবারিকে আটক করা হয়। পরে দুপুরে বিজিবি আটককৃত মালামালসহ আসামিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দুপুরে বিজিবি ৪ জন আসামিসহ জব্দকৃত মালামাল মুজিবনগর থানায় সোপর্দ করেছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।