মেহেরপুরে পালিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস
- আপলোড টাইম : ০৯:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / ১৬ বার পড়া হয়েছে
‘পোকা মাকড় রক্ষা করে পাখির জীবন’ প্রতিপাদ্যে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে পরিযায়ী পাখি রক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ।
মেহেরপুর ফাউন্ডেশনের পরিচালক নাসের চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাউসার আলী, বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ইয়াদুল মোমিন, বাসসের প্রতিনিধি দিলরুবা খাতুন, সাংবাদিক আমিরুল অল্ডাম, হারুনর রশিদ রবি, আকতারুজ্জামান, সিদ্দিকী শাহিন, মাসুদ রানা, তোফায়েল হোসেন, পাভেল মাহমুদ, পিজেইউএসের নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া।