ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

একাই কেরুর দুই ওয়্যারহাউজের দায়িত্বে আলমগীর!

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:০০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / ৫৪ বার পড়া হয়েছে

কেরুর ওয়্যার হাউজের পাবনা বন্ডেড হাউস ইনচার্জ আলমগীর একাই দুই ওয়্যার হাউজের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ডামি নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে আলী আজগার টগর এমপি নির্বাচিত হলে আলমগীর বড় ফুলেল তোড়া নিয়ে তাকে সংবর্ধনা জানান। আর চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে পাবনা বন্ডেড হাউসে ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন আলমগীর। এবার হঠাৎ করে আলমগীরকে পার্বতীপুরের অতিরিক্ত ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়েছে কেরুজ কর্তৃপক্ষ। কেরু অ্যান্ড কোম্পানিতে যোগ্য লোক থাকা সত্ত্বেও তিনি কীভাবে দুটি ওয়্যার হাউজের দায়িত্ব পেলেন, সেটি নিয়ে সমালোচনার ঝড় বইছে। আলমগীর এবার কাকে ম্যানেজ করে এই দায়িত্ব পেলেন সেটি নিয়ে প্রশ্ন উঠছে।
কেরুর এক শ্রমিক বলেন, ‘আলমগীর অ্যাব নরমাল, ঠিকমতো চলতে পারে না। কীভাবে কথা বলতে হয়, সেটাও জানে না। তাহলে কীভাবে দুই ওয়্যার হাউজের দায়িত্ব পায়, প্রশ্ন জনমনে।’

কেরু অ্যান্ড কোম্পানির এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজত্ব কায়েম করছে। আবার এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও রাজত্ব কায়েম করছে কীসের বলে, শ্রমিক-কর্মচারীরা জানতে চান। এ বিষয় সাবেক সভাপতি তৈয়ব আলী বলেন, কোনো সময় পদ শূন্য হলে বা ছুটিতে থাকলে সেই ক্ষেত্রে সাময়িকভাবে দুটি জায়গায় দায়িত্ব দেওয়ার বিধান আছে।

এ বিষয়ে কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের মোবাইলে ফোনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আর এ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের বক্তব্য নিতে তার অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি। তিনি ফোনও ধরেননি।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

একাই কেরুর দুই ওয়্যারহাউজের দায়িত্বে আলমগীর!

আপলোড টাইম : ০৯:০০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

কেরুর ওয়্যার হাউজের পাবনা বন্ডেড হাউস ইনচার্জ আলমগীর একাই দুই ওয়্যার হাউজের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ডামি নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে আলী আজগার টগর এমপি নির্বাচিত হলে আলমগীর বড় ফুলেল তোড়া নিয়ে তাকে সংবর্ধনা জানান। আর চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে পাবনা বন্ডেড হাউসে ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন আলমগীর। এবার হঠাৎ করে আলমগীরকে পার্বতীপুরের অতিরিক্ত ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়েছে কেরুজ কর্তৃপক্ষ। কেরু অ্যান্ড কোম্পানিতে যোগ্য লোক থাকা সত্ত্বেও তিনি কীভাবে দুটি ওয়্যার হাউজের দায়িত্ব পেলেন, সেটি নিয়ে সমালোচনার ঝড় বইছে। আলমগীর এবার কাকে ম্যানেজ করে এই দায়িত্ব পেলেন সেটি নিয়ে প্রশ্ন উঠছে।
কেরুর এক শ্রমিক বলেন, ‘আলমগীর অ্যাব নরমাল, ঠিকমতো চলতে পারে না। কীভাবে কথা বলতে হয়, সেটাও জানে না। তাহলে কীভাবে দুই ওয়্যার হাউজের দায়িত্ব পায়, প্রশ্ন জনমনে।’

কেরু অ্যান্ড কোম্পানির এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজত্ব কায়েম করছে। আবার এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও রাজত্ব কায়েম করছে কীসের বলে, শ্রমিক-কর্মচারীরা জানতে চান। এ বিষয় সাবেক সভাপতি তৈয়ব আলী বলেন, কোনো সময় পদ শূন্য হলে বা ছুটিতে থাকলে সেই ক্ষেত্রে সাময়িকভাবে দুটি জায়গায় দায়িত্ব দেওয়ার বিধান আছে।

এ বিষয়ে কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের মোবাইলে ফোনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আর এ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের বক্তব্য নিতে তার অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি। তিনি ফোনও ধরেননি।