চিৎলা-গোবিন্দহুদা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল
- আপলোড টাইম : ০৮:৫১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / ৩১ বার পড়া হয়েছে
দামুড়হুদায় যুবসমাজের উদ্যোগে চিৎলা-গোবিন্দহুদা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় চিৎলা-গোবিন্দহুদা ঈদগাহ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী হয়ে প্রথম দল হিসেবে চিৎলা-গোবিন্দহুদা ফুটবল একাডেমি ফাইনালে উঠেছে।
সেমিফাইনালের প্রথম খেলায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম বাবলু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ইকবল হোসেন, চুয়াডাঙ্গা জজ কোটের এপিপি বজলুর রহমান ডাবলু, সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক বকুল হোসেন, সুধীজন জাহাঙ্গীর আলম কুদ্দুস, স্বপন প্রমুখ।
টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম খেলায় স্বাগতিক দল হিসেবে চিৎলা-গোবিন্দহুদা ফুটবল একাডেমি এবং পাটাচোরা স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চিৎলা-গোবিন্দহুদা ফুটবল একাডেমির ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিনারুল ইসলাম। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম। সহকারী রেফারি ছিলেন নুরুল ইসলাম ও তিতুয়ার রহমান।