আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নে জামায়াতের সাধারণ সভা
- আপলোড টাইম : ০৮:৫০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার গাংনী-আসমানখালী (জিএ) সাংগাঠনিক থানার ভাংবাড়িয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড জামায়াতের সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জিএ থানা শাখার নবনির্বাচিত সেক্রেটারি ও হাটবোয়ালিয়া ইসলামী ব্যাংকের ইনচার্জ কামরুল হাসান সোহেল।
তিনি বলেন, যদি রাসুল (সা.)-এর যুগের সোনালি দিন ফিরিয়ে আনতে হয়, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে জীবন পরিচালনা করতে হবে এবং আল কুরআনকে একমাত্র পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করতে হবে। তাহলেই সম্ভব এই সবুজ ভূখণ্ডতে সোনালি অতীত ফিরিয়ে আনা।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাংবাড়িয়া ইউনিয়নের সহকারী সেক্রেটারি সফিউদ্দিন মিয়া, সহসভাপতি আবুল কালাম আজাদ, ওয়ার্ড সেক্রেটারি মো. হুমায়ুন কবির, মাওলানা সেলিম রেজা প্রমুখ।