চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
- আপলোড টাইম : ১০:৩০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / ২৬ বার পড়া হয়েছে
‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটায় দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের হাইরোড প্রদক্ষিণ শেষে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের এক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল আমিন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মেহেদী ইসলাম।
সভায় সংস্থার শিক্ষা সচিব মোস্তাফিজুর রহমান তসলিম মানবাধিকার লঙ্ঘন, সালিশি কার্যক্রম, নারী নির্যাতন, বাল্যবিবাহ, দুর্নীতি, এবং পারিবারিক কলহসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে বর্ষসেরা মানবাধিকার কর্মী হিসেবে সাঈদ মোহাম্মদ হিরনকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী সভাপতি সাঈদ মোহাম্মদ হিরন, সহ-সভাপতি মানোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইউনুছ আলী মণ্ডল, সাধারণ সম্পাদক খন্দকার রাকিব রনি, সাংগঠনিক সচিব মোস্তাফিজুর রহমান, আইন সচিব মাসুদ রানা, নারী ও শিশু বিষয়ক সচিব শুরভী শরীফা, জান্নাতুল ফেরদৌস উষা প্রমুখ।
এদিকে, ‘এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি’ স্লোগানে মেহেরপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের মেহেরপুর জেলা শাখা উদ্যোগে কবি নজরুল শিক্ষা মঞ্জিলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক রফিক উল আলম। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন ড. গাজী রহমান। আলোচনায় মানবাধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব এবং বৈষম্য দূরীকরণের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
অন্যদিকে, খাদ্য অধিকার নিয়ে মেহেরপুরে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সবার অধিকার রক্ষা করি’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ-আল-মামুন খাদ্য অধিকার নিশ্চিতকরণে সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, ধ্রুবতারা ফাউন্ডেশনের সভাপতি ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক ফারহান ইশরাক প্রমুখ। এছাড়াও গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শরীফউদ্দিন বাবল। প্রধান অতিথি ছিলেন বাঁকা বিল্লাহ।