ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ১০:২২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / ২৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, আলমডাঙ্গা উপজেলা মিল চাতাল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, মিল মালিক পিণ্টু মিয়া, মিল মালিক জয়নাল ক্যাপ, মামুনুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি ইউএনও শেখ মেহেদী ইসলাম বলেন, সারা দেশে আমন মৌসুমে ৩৩ টাকা দরে সাড়ে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৪৭ টাকা দরে সাড়ে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। সে লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলায় ৫১২ মেট্রিক টন চাল ও ১২৪৭ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। ২২টি মিলারের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে এবং কৃষকদের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপলোড টাইম : ১০:২২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

আলমডাঙ্গা উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, আলমডাঙ্গা উপজেলা মিল চাতাল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, মিল মালিক পিণ্টু মিয়া, মিল মালিক জয়নাল ক্যাপ, মামুনুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি ইউএনও শেখ মেহেদী ইসলাম বলেন, সারা দেশে আমন মৌসুমে ৩৩ টাকা দরে সাড়ে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৪৭ টাকা দরে সাড়ে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। সে লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলায় ৫১২ মেট্রিক টন চাল ও ১২৪৭ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। ২২টি মিলারের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে এবং কৃষকদের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।