ইপেপার । আজ শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর সভা অনুষ্ঠিত ও হরিজনদের সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ১০:২১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / ৩৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বুড়াপাড়া মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য, জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন।

এছাড়া জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জামিরুল ইসলাম ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন মাস্টার জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, মশিউর রহমান, সেলিম রেজা, মিতুল মিয়া, আব্দুল লতিফসহ ২ শতাধিক জামায়াতের সমর্থক।

এদিকে, গতকাল সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমির প্রভাষক মো. শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন পৌর শাখার আমির মাহের আলী ও সেক্রেটারি মো. মুসলিম উদ্দীন। সহকারী সেক্রেটারি মো. সাইফুল্লাহর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন পৌর ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম রহমান বাবলুসহ পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

অপর দিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলগাছি ইউনিয়ন শাখার উদ্যোগে ডিসেম্বর মাসের সাংগঠনিক বৈঠক গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বেলগাছি মন্ডলপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শওকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মো. আমান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাওলানা শহিদুল ইসলাম। বৈঠকে বিগত নভেম্বর মাসের ইউনিয়নের সকল ওয়ার্ডের রিপোর্টসহ কাজের পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া করেন। নতুন বছর ২০২৫-২০২৬ সেশনের জন্য সকল ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতৃত্বে সবাই নবউদ্দীপনায় বলিষ্ঠভাবে মানবসেবার পাশাপাশি এ দায়িত্ব পালন করার কথা বলেন প্রধান অতিথি।

বৈঠকের শেষে ইউনিয়নের টিম সদস্যদের দায়িত্ব বণ্টন করে মো. মানোয়ার হোসাইন সমাজ কল্যাণ সম্পাদক, জহিরুল ইসলাম মজনু অফিস ও কৃষিকল্যাণ সম্পাদক মাওলানা আহসান হাবিব মানবকল্যাণ, মানবসম্পদ ও পেশাজীবী সম্পাদক, ওমর ফারুক যুব ও প্রচার সম্পাদক ও আশরাফুল আলমকে শ্রমিককল্যাণ সম্পাদক করা হয়। বৈঠকটি উপস্থাপনা করেন সহকারী সেক্রেটারি ও অর্থ সম্পাদক আব্দুর জব্বার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর সভা অনুষ্ঠিত ও হরিজনদের সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপলোড টাইম : ১০:২১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বুড়াপাড়া মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য, জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন।

এছাড়া জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জামিরুল ইসলাম ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন মাস্টার জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, মশিউর রহমান, সেলিম রেজা, মিতুল মিয়া, আব্দুল লতিফসহ ২ শতাধিক জামায়াতের সমর্থক।

এদিকে, গতকাল সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমির প্রভাষক মো. শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন পৌর শাখার আমির মাহের আলী ও সেক্রেটারি মো. মুসলিম উদ্দীন। সহকারী সেক্রেটারি মো. সাইফুল্লাহর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন পৌর ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম রহমান বাবলুসহ পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

অপর দিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলগাছি ইউনিয়ন শাখার উদ্যোগে ডিসেম্বর মাসের সাংগঠনিক বৈঠক গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বেলগাছি মন্ডলপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শওকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মো. আমান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাওলানা শহিদুল ইসলাম। বৈঠকে বিগত নভেম্বর মাসের ইউনিয়নের সকল ওয়ার্ডের রিপোর্টসহ কাজের পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া করেন। নতুন বছর ২০২৫-২০২৬ সেশনের জন্য সকল ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতৃত্বে সবাই নবউদ্দীপনায় বলিষ্ঠভাবে মানবসেবার পাশাপাশি এ দায়িত্ব পালন করার কথা বলেন প্রধান অতিথি।

বৈঠকের শেষে ইউনিয়নের টিম সদস্যদের দায়িত্ব বণ্টন করে মো. মানোয়ার হোসাইন সমাজ কল্যাণ সম্পাদক, জহিরুল ইসলাম মজনু অফিস ও কৃষিকল্যাণ সম্পাদক মাওলানা আহসান হাবিব মানবকল্যাণ, মানবসম্পদ ও পেশাজীবী সম্পাদক, ওমর ফারুক যুব ও প্রচার সম্পাদক ও আশরাফুল আলমকে শ্রমিককল্যাণ সম্পাদক করা হয়। বৈঠকটি উপস্থাপনা করেন সহকারী সেক্রেটারি ও অর্থ সম্পাদক আব্দুর জব্বার।