ভাংবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা শরীফ
আধুনিক সমাজ বিনির্মাণে তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে হবে
- আপলোড টাইম : ০৯:৫৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / ৩৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় ‘ভাংবাড়ীয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় ভাংবাড়ীয়া ফুটবল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাংবাড়ীয়া ফুটবল একাডেমির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যুবসমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রযুক্তির অপব্যবহার রোধে একটি সৃজনশীল ও দক্ষ জাতি গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক সমাজব্যবস্থা বিনির্মাণের জন্য তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে। মাদকসহ জীবনের বিভিন্ন প্রতিকূলতা থেকে উত্তরণের জন্য খেলাধুলার বিকল্প নেই।’ শরীফুজ্জামান আরও বলেন, ‘তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এই আয়োজন প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিতে হবে, যাতে তরুণ প্রজন্ম তাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারে।’
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
এছাড়াও অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক আতাউল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউটিউবার সিহাব হাসান নিয়ন, ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও চুয়াডাঙ্গা স্পোর্টসের শামীম খানসহ অসংখ্য ফুটবলপ্রেমী। খেলায় কনক মণ্ডল মামা-ভাগ্নে ফুটবল একাদশ (আলমডাঙ্গা) ও কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন।