ইপেপার । আজ শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

মেহেরপুরে টাকার বিনিময়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বদলির অভিযোগ, ইউপি সদস্যদের ক্ষোভ

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৯:৫৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / ২৬ বার পড়া হয়েছে

বামন্দী ইউনিয়ন পরিষদ

মেহেরপুরের গাংনীতে টাকার বিনিময়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার (পূর্বে ইউপি সচিব) বদলির অভিযোগ উঠেছে জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শামীম হোসেনের বিরুদ্ধে। জানা গেছে, গত ১০ বছর যাবত মনিরুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ৫ মাস আগে পার্শ্ববর্তী ইউনিয়ন মটমুড়াতে তার বদলি হয়। ১০ বছরের কোনো প্রকার অফিসিয়ালি তথ্য না বুঝিয়ে দিয়ে বদলি হন মনিরুল ইসলাম। এ নিয়ে ক্ষোভ বইতে থাকে ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে।

অভিযোগ উঠেছে, মেহেরপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শামীম হোসেন কয়েক লাখ টাকা অর্থের বিনিময়ে আবারো মনিরুল ইসলামকে বামন্দীতে বদলি করেন। এ নিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন ইউপি সদস্যরা।

বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহিম জানান, ‘গত ৫ মাস আগে মটমুড়া ইউনিয়ন পরিষদ থেকে আমাকে বদলি করে বামুন্দী ইউনিয়ন পরিষদের দায়িত্ব দেওয়া হয়। বামন্দী ইউনিয়ন পরিষদের দায়িত্বভার হাতে পেলেও আমাকে কোনো প্রকার কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়নি। বরং অর্থের বিনিময়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শামীম হোসেন স্যার তাকে বদলি করে বামন্দী ইউনিয়ন পরিষদে দিয়েছে।’

এ বিষয়ে মটমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘অসুস্থজনিত কারণে চলতি মাসের ৩ তারিখে মেহেরপুর জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক স্যারের নিকট একটি লিখিত আবেদন করি, যার পরিপ্রেক্ষিতে আমাকে আবারো বামন্দী ইউনিয়ন পরিষদে বদলি করেছেন।’ তবে তিনি আবেদনের কোনো রিসিভ কপি দেখাতে পারেননি।

বামন্দী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহ আলম বলেন, মনিরুল ইসলাম গত ১০ বছর যাবত অনেক দুর্নীতির সাথে জড়িয়ে ছিলেন। আব্দুর রহমানকে ঠিকমতো ইউনিয়ন পরিষদের হিসাব না বুঝিয়ে দিয়ে চলে যান। আবার নতুন করে বামন্দী ইউনিয়ন পরিষদে যোগদান করবেন বলে জানান তিনি। মটমুড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান আইজ উদ্দিন জানান, টাকার বিনিময়ে বদলি হয়েছে, এটা আমরা শুনেছি। এ নিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মেহেরপুর জেলা স্থানীয় সরকারের (সাবেক) উপ-পরিচালক মো. শামীম হোসান বলেন, অসুস্থতার কারণ দেখিয়ে মনিরুল ইসলামকে আগের কর্মস্থলে বদলি করা হয়েছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, তার পছন্দমতো জায়গায় বদলি করা হয়েছে। এখানে কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন হয়নি। এ বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহরাজ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে টাকার বিনিময়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বদলির অভিযোগ, ইউপি সদস্যদের ক্ষোভ

আপলোড টাইম : ০৯:৫৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরের গাংনীতে টাকার বিনিময়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার (পূর্বে ইউপি সচিব) বদলির অভিযোগ উঠেছে জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শামীম হোসেনের বিরুদ্ধে। জানা গেছে, গত ১০ বছর যাবত মনিরুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ৫ মাস আগে পার্শ্ববর্তী ইউনিয়ন মটমুড়াতে তার বদলি হয়। ১০ বছরের কোনো প্রকার অফিসিয়ালি তথ্য না বুঝিয়ে দিয়ে বদলি হন মনিরুল ইসলাম। এ নিয়ে ক্ষোভ বইতে থাকে ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে।

অভিযোগ উঠেছে, মেহেরপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শামীম হোসেন কয়েক লাখ টাকা অর্থের বিনিময়ে আবারো মনিরুল ইসলামকে বামন্দীতে বদলি করেন। এ নিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন ইউপি সদস্যরা।

বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহিম জানান, ‘গত ৫ মাস আগে মটমুড়া ইউনিয়ন পরিষদ থেকে আমাকে বদলি করে বামুন্দী ইউনিয়ন পরিষদের দায়িত্ব দেওয়া হয়। বামন্দী ইউনিয়ন পরিষদের দায়িত্বভার হাতে পেলেও আমাকে কোনো প্রকার কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়নি। বরং অর্থের বিনিময়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শামীম হোসেন স্যার তাকে বদলি করে বামন্দী ইউনিয়ন পরিষদে দিয়েছে।’

এ বিষয়ে মটমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘অসুস্থজনিত কারণে চলতি মাসের ৩ তারিখে মেহেরপুর জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক স্যারের নিকট একটি লিখিত আবেদন করি, যার পরিপ্রেক্ষিতে আমাকে আবারো বামন্দী ইউনিয়ন পরিষদে বদলি করেছেন।’ তবে তিনি আবেদনের কোনো রিসিভ কপি দেখাতে পারেননি।

বামন্দী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহ আলম বলেন, মনিরুল ইসলাম গত ১০ বছর যাবত অনেক দুর্নীতির সাথে জড়িয়ে ছিলেন। আব্দুর রহমানকে ঠিকমতো ইউনিয়ন পরিষদের হিসাব না বুঝিয়ে দিয়ে চলে যান। আবার নতুন করে বামন্দী ইউনিয়ন পরিষদে যোগদান করবেন বলে জানান তিনি। মটমুড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান আইজ উদ্দিন জানান, টাকার বিনিময়ে বদলি হয়েছে, এটা আমরা শুনেছি। এ নিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মেহেরপুর জেলা স্থানীয় সরকারের (সাবেক) উপ-পরিচালক মো. শামীম হোসান বলেন, অসুস্থতার কারণ দেখিয়ে মনিরুল ইসলামকে আগের কর্মস্থলে বদলি করা হয়েছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, তার পছন্দমতো জায়গায় বদলি করা হয়েছে। এখানে কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন হয়নি। এ বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহরাজ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।