ঝিনাইদহে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান
ভারতের কাঁধে চেপে হাসিনা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত
- আপলোড টাইম : ০৯:৪৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের একসঙ্গে মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা সবার আগে দেশকে ভালোবাসব। জাতি এক থাকলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। আমাদের কেউ আর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে পারবে না।’
গত সোমবার রাত ১০টার দিকে সাংগঠনিক সফরে ঝিনাইদহে অবস্থানকালে জোহান ড্রিম ভ্যালি পার্কে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন আমানুল্লাহ আমান। এসময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল আলিম, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. ইব্রাহিম রহমান বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট কবি ওয়াজিউল হক শরীফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, রাসেল আহমেদ, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আমানুল্লাহ আমান নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, কিন্তু ষড়যন্ত্র থামেনি। ভারতের কাঁধে সওয়ার হয়ে হাসিনা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু পতিত স্বৈরাশাসক হাসিনা জানেন না, তার তাবেদারি মনোভাব ও দিল্লির আধিপত্য রুখতে গোটা বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ।’