জীবননগরে কৃষকের ৪৭ শতক জমির আমগাছ কেটে সাবাড়
- আপলোড টাইম : ০৯:৪৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / ১৮ বার পড়া হয়েছে
জীবননগরে বিপ্লব হোসেন নামের এক কৃষকের ৪৭ শতক জমির ১৬০টি আমগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদেনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক বিপ্লব হোসেন বাদী হয়ে মেদেনীপুর গ্রামের মতিয়ার রহমান ও নজরুল ইসলামসহ বেশ কয়েকজনের নামে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক বিপ্লব হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার সাথে মতিয়ার বা নজরুলদের সাথে কোনো ফ্যাসাদ নেই। আমার বাবাদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ ছিল। মঙ্গলবার সকালে মতিয়ার, নজরুলসহ বেশকিছু ব্যক্তি দা, কুড়াল দিয়ে আমার জমির সব আমগাছ কেটে দিয়েছে। আমি খুব কষ্ট করে গাছগুলো লাগিয়েছিলাম। গত কয়েক বছর ধরে ফল দিচ্ছে। আর কিছুদিন পরেই গাছে মুকুল আসবে, আর এর মধ্যে সমস্ত গাছের ডালপালা কেটে সাবাড় করে দিয়েছে। এ গাছে আর কোনো ফল ধরবে না। তারা যদি গাছ না কেটে আমাকে কেটে ফেলতো, তাও আমার এত কষ্ট হত না। আমি এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত মতিয়ার রহমান বলেন, ‘ওদের সাথে আমাদের অনেক দিনের হিসাব ছিল। এত দিন কিছু বলিনি। এখন ওদের আর কোনো ছাড় দেওয়া হবে না।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো ব্যক্তির সাথে যদি জমি-জায়গা নিয়ে ঝামেলা থাকে, সেটা আইনের মাধ্যমে সমাধান হবে। কিন্তু কোনো ফসল বা জমির গাছ কেটে দেওয়া, এটা ঠিক হয়নি। এ বিষয়টি তদন্ত করা হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।