বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জীবননগর শাখার কমিটি গঠন
আতিয়ার আহ্বায়ক ও মতিয়ার সদস্যসচিব
- আপলোড টাইম : ০৯:৪২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / ২১ বার পড়া হয়েছে
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জীবননগর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সাংবাদিক আতিয়ার রহমানকে আহ্বায়ক এবং সাংবাদিক মতিয়ার রহমানকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে। আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে কার্যকরি ভূমিকা পালন জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
গত সোমবার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাবিবি জহির রায়হান। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আদিল হোসেন।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- রাজেদুল ইসলাম, ব্যবসায়ী তরিকুল ইসলাম, বাউল শিল্পী আজাদ, শাহজান আলী লিটন, মিঠু মিয়া, মুন্সী রিপন হোসেন, সবুজ হোসেন, শরিফ উদ্দিন, শাহাব উদ্দিন, খাজা মতিয়ার শাহ, স্কুলশিক্ষক ও লেখক শফিকুল ইসলাম, সেলিম হোসেন, রফিক শাহ, লাল্টু মিয়া, আলী হোসেন ও আব্দুল খালেক।