ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ছাত্রদলের মানববন্ধন

গুম খুন নির্যাতন নিপীড়নের সঙ্গে জড়িতদের বিচারের দাবি

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / ২৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা:
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদল।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবালের সভাপতিত্ব মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, সহসভাপতি সাইফুল ইসলাম, সাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, সাদ্দাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, স্বাধীন শেখ, রাশিদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু সুফিয়ান, আপ্যায়ন সম্পাদক শুকুর আলী, যোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদস্য মো. খালিদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হাসান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান কনক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান ও রুবেল জোয়ার্দ্দার। মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত।
জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান বলেন, খুন-গুমের সাথে জড়িত যারা, তাদের গ্রেপ্তারের দাবি জানাই। খুনি হাসিনা পালিয়ে গেলেও এখনো প্রশাসনের অনেকেই তাদের পক্ষে কাজ করার পাঁয়তারা করছে। কিছুদিন আগে কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুৎকে ছাত্রলীগ-যুবলীগের টোকাইরা কুপিয়ে জখম করেছে। অথচ আসামি ধরার ক্ষেত্রে পুলিশের গড়িমসি দেখতে পাচ্ছি। অতিসত্বর আসামি গ্রেপ্তার করা না হলে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবো।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সাত শতাধিক গুমের শিকার হয়েছিল। তিন হাজারের মতো রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দেশের জনগণের মানবাধিকারের ন্যূনতম অবশিষ্ট ছিল না। আওয়ামী লীগ ও প্রশাসন মিলে খুনি হাসিনার স্বৈরতন্ত্রকে স্থায়ী করতে এই গুম ও হত্যাযজ্ঞ ঘটানো হয়েছিল। চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান, জীবননগর উপজেলা ছাত্রদল নেতা আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল হাই বল্টু, চুয়াডাঙ্গা পৌর যুবদল নেতা লালনসহ আরও বেশ কয়েকজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। চুয়াডাঙ্গাসহ সারাদেশে সকল গুম খুন, নির্যাতন নিপীড়নের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে গতকাল বেলা ১১টায় কলেজ সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, রকিবুল ইসলাম টগর, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান, আল মাহমুদ রাজ, কুমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আউয়াল, বেলগাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সালেক মাহমুদ নিরব, ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন প্রমুখ।

জীবননগর:
জীবননগর ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদল। কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দর্শনা:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে দর্শনা সরকারি কলেজ শহিদ মিনারের সামনে সড়কে দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্যসচিব পলাশ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আসিফ হাসান, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ১ নম্বর সদস্য হাসান আলী, দর্শনা পৌর ছাত্রদল নেতা শেখর শাওন ও আরিফ হোসেন, অমিন হাসান, মুস্তাফিজুর রহমান সাইফ, ইমন, লিখন, আবিদ, সজীব, মেহেদী হাসান প্রমুখ।

গাংনী:
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল, করমদী ডিগ্রি কলেজ ছাত্রদল, কাজীপুর ডিগ্রি কলেজ ছাত্রদল ও তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিচার বহির্ভূত হত্যা ও গুমের বিচারের দাবিতে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিপন হোসেন, গাংনী পৌর ছাত্রদলের সদস্যসচিব শিশির আহমেদ শাকিল, ছাত্রদল নেতা সোহান, আব্দুল্লাহ আল কোদরসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ছাত্রদলের মানববন্ধন

গুম খুন নির্যাতন নিপীড়নের সঙ্গে জড়িতদের বিচারের দাবি

আপলোড টাইম : ০৮:৫৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা:
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদল।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবালের সভাপতিত্ব মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, সহসভাপতি সাইফুল ইসলাম, সাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, সাদ্দাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, স্বাধীন শেখ, রাশিদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু সুফিয়ান, আপ্যায়ন সম্পাদক শুকুর আলী, যোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদস্য মো. খালিদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হাসান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান কনক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান ও রুবেল জোয়ার্দ্দার। মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত।
জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান বলেন, খুন-গুমের সাথে জড়িত যারা, তাদের গ্রেপ্তারের দাবি জানাই। খুনি হাসিনা পালিয়ে গেলেও এখনো প্রশাসনের অনেকেই তাদের পক্ষে কাজ করার পাঁয়তারা করছে। কিছুদিন আগে কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুৎকে ছাত্রলীগ-যুবলীগের টোকাইরা কুপিয়ে জখম করেছে। অথচ আসামি ধরার ক্ষেত্রে পুলিশের গড়িমসি দেখতে পাচ্ছি। অতিসত্বর আসামি গ্রেপ্তার করা না হলে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবো।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সাত শতাধিক গুমের শিকার হয়েছিল। তিন হাজারের মতো রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দেশের জনগণের মানবাধিকারের ন্যূনতম অবশিষ্ট ছিল না। আওয়ামী লীগ ও প্রশাসন মিলে খুনি হাসিনার স্বৈরতন্ত্রকে স্থায়ী করতে এই গুম ও হত্যাযজ্ঞ ঘটানো হয়েছিল। চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান, জীবননগর উপজেলা ছাত্রদল নেতা আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল হাই বল্টু, চুয়াডাঙ্গা পৌর যুবদল নেতা লালনসহ আরও বেশ কয়েকজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। চুয়াডাঙ্গাসহ সারাদেশে সকল গুম খুন, নির্যাতন নিপীড়নের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে গতকাল বেলা ১১টায় কলেজ সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, রকিবুল ইসলাম টগর, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান, আল মাহমুদ রাজ, কুমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আউয়াল, বেলগাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সালেক মাহমুদ নিরব, ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন প্রমুখ।

জীবননগর:
জীবননগর ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদল। কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দর্শনা:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে দর্শনা সরকারি কলেজ শহিদ মিনারের সামনে সড়কে দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্যসচিব পলাশ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আসিফ হাসান, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ১ নম্বর সদস্য হাসান আলী, দর্শনা পৌর ছাত্রদল নেতা শেখর শাওন ও আরিফ হোসেন, অমিন হাসান, মুস্তাফিজুর রহমান সাইফ, ইমন, লিখন, আবিদ, সজীব, মেহেদী হাসান প্রমুখ।

গাংনী:
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল, করমদী ডিগ্রি কলেজ ছাত্রদল, কাজীপুর ডিগ্রি কলেজ ছাত্রদল ও তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিচার বহির্ভূত হত্যা ও গুমের বিচারের দাবিতে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিপন হোসেন, গাংনী পৌর ছাত্রদলের সদস্যসচিব শিশির আহমেদ শাকিল, ছাত্রদল নেতা সোহান, আব্দুল্লাহ আল কোদরসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।