গাংনীর ধানখোলা ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০৭:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় ধানখোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। ধানখোলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাহাবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা। মেহেরপুর জেলা যুবদলের সহ-সংগঠনিক সম্পাদক মুনসাদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গাংনী উপজেলা শ্রমিক দলের সভাপতি হামিদুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফিরোজ, ধানখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক আহম্মেদ, মেহেরপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছিম খান।প্রধান অতিথি আহসান হাবিব সোনা বলেন, আগামী দিনে বিএনপিকে সরকার গঠনে আমরা সক্রিয় ভূমিকা রাখবো। সকলের অংশগ্রহণের মধ্যদিয়ে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করবো দ্রুত সময়ের মধ্যে। তারপরে আমাদের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।