সময়ের সমীকরণের সংবাদে সোন্দাহ স্কুলে সচেতনতা
নিয়মিত হলো জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষকদের আসা-যাওয়া
- আপলোড টাইম : ০৭:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ২৬ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার সোন্দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠে আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের পর বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা জাতীয় পতাকা উত্তোলন এবং সময়মতো ক্লাস নেওয়ার বিষয়ে নড়েচড়ে বসেছেন।
সরেজমিনে দেখা গেছে, গত কয়েকদিন ধরে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। সহকারী শিক্ষক মো. মুসফিকুর রহমান রিণ্টু নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে ক্লাস নিচ্ছেন। এই পরিবর্তন এলাকাবাসীর নজর কেড়েছে। একাধিক অভিভাবক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি অনিয়মের মধ্যে পরিচালিত হচ্ছিল। প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা নিজেদের ইচ্ছেমতো স্কুলে যাওয়া আসা করতেন। দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় সংবাদ প্রকাশের পর এসব অনিয়মের অবসান ঘটেছে বলেও জানিয়েছেন অভিভাবকরা। সচেতন মহল এই উদ্যোগের জন্য পত্রিকাটিকে ধন্যবাদ জানিয়েছে।
জীবননগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, ‘বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অনিয়মের বিষয়ে আপনারাই আমাকে জানিয়েছেন। এ ধরনের ঘটনা আর কোনো প্রতিষ্ঠানে ঘটতে দেব না। শিক্ষার মানোন্নয়নে আমরা কঠোর নজরদারি করব এবং অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’