মেহেরপুরে শিক্ষকদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- আপলোড টাইম : ০৭:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ২০ বার পড়া হয়েছে
মেহেরপুরে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের শিক্ষকদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার সময় মেহেরপুরে ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়ে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুর জেলা কার্যালয় আয়োজিত এই কোর্সে ৬টি মাদ্রাসার ১২ জন শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন।
মেহেরপুরে ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের পরিচালক উপসচিব মো. আব্দুস সবুর। অনুষ্ঠানের শুরুতে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মো. আব্দুল হামিদ পবিত্র কুআন তিলাওয়াত করেন মাওলানা। স্বাগত বক্তব্য দেন মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার ওবাইদুর রহমান। মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আমানুল্লাহ আমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।