আন্দুলবাড়ীয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ
- আপলোড টাইম : ০২:৫২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
ইসলামী আন্দোলনের জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আসাদুর রহমান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার সভাপতি মুহাম্মদ হাসানুজ্জামান সজিব।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন জীবননগর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি মাওলানা সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস ও জীবননগর পৌর যুব আন্দোলনের সভাপতি শাহ জামাল। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন সেক্রেটারি আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াছিন আলী টনি, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি হযরত মাওলানা খন্দকার মনিরুজ্জামান মনি, সেক্রেটারি নায়েব আলী, কেডিকে ইউনিয়ন সভাপতি হযরত মাওলানা লুৎফর রহমান সরকার, আন্দুলবাড়ীয়া বাজার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতী শহিদুল ইসলাম আশরাফি প্রমুখ।
সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি হযরত মাওলানা খন্দকার মনিরুজ্জামান মনি। সমাবেশ শেষে আন্দুলবাড়ীয়া বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংক লিমিটেডের পিছনে কাজী চাতালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখা কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি।