নাগদাহে ১৫তম তাফসিরুল কোরআন মাহফিলে বিএনপি নেতা শরীফ
স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠিত করতে ছড়াতে হবে কোরআনের বাণী
- আপলোড টাইম : ০৫:৩৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ জুলাই গণ-অভ্যুত্থানে আবু সাইদ, মুগ্ধসহ সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, ‘শহিদদের আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং বাংলাদেশে মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। শহিদদের এই অবদান দেশের গণতন্ত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’ গতকাল শনিবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা বাজার হাফিজিয়া ও কে.জি.বি দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ১৫তম তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরীফুজ্জামান আরও বলেন, ‘ইসলামের সঠিক শিক্ষা এবং কোরআনের মর্মবাণী সমাজে ছড়িয়ে দেওয়া হলে সত্যিকার অর্থে স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠিত হবে। ইসলামের শান্তির বার্তা সবার কাছে পৌঁছাতে তাফসির মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান পরিস্থিতিতে কোরআনের শিক্ষা সমাজে প্রতিষ্ঠিত করা জরুরি।’
মাহফিলে প্রধান বক্তা থেকে পবিত্র কোরআনের আলোকে তাফসির পেশ করেন, আলোচিত বক্তা হযরত মাওলানা আসলাম হুসাইন নূরী। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ টনিক। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি কুদ্দুস মহলদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান।
মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বক্তারা মাহফিলের কোরআনের শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তাফসির পেশ করেন।