মেহেরপুরে আল হেরা আইডিয়াল মাদ্রাসার অভিভাবক সমাবেশ
- আপলোড টাইম : ০৯:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ৩৫ বার পড়া হয়েছে
মেহেরপুরে আল হেরা আইডিয়াল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় আব্দুল সালাম পুরাতন ক্লিনিক অবস্থিত মেহেরপুর আল হেরা আইডিয়াল মাদ্রাসায় এই সমাবেশের আয়োজন করা হয়। মাদ্রাসার পরিচালক ডা. আব্দুল সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আল হেরা আইডিয়াল মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা মো. তাজউদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন আল হেরা আইডিয়াল মাদ্রাসা উপদেষ্টা অধ্যক্ষ মাহবুব উল আলম, আল হেরা আইডিয়াল মাদ্রাসার উপদেষ্টা ইকবাল হোসাইন।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন আল হেরা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম, মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সোহেল রানা ডলারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।