আলমডাঙ্গা ইউএনও’র সাথে নাগরিক উন্নয়ন কমিটির মতবিনিময়
- আপলোড টাইম : ০৯:১৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / ২৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলামের সাথে নবগঠিত আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউএনওর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার নাগরিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও বর্তমান সমস্যাসমূহ নিয়ে আলোচনা করা হয়। নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম নাগরিক কমিটির প্রতিনিধি দলকে এই উদ্যোগের জন্য শুভেচ্ছা জানান ও আগামী দিন সকল ভালো কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় নাগরিক উন্নয়ন কমিটির প্রতিনিধিত্ব করেন সভাপতি সাবেক ব্যাংকার মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সহসভাপতি সাবেক পুলিশ কর্মকর্তা মো. আক্কাস আলী, সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম, অ্যাড. ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, যুব সম্পাদক খ. রাকিবুল ইসলাম রিয়েল প্রমুখ।