ডুসাকের আয়োজনে চার উপজেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট
ফাইনালে মাথাভাঙ্গা ডমিনেটরস ও কেরু স্পার্টান্স
- আপলোড টাইম : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ৩৬ বার পড়া হয়েছে
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েটস অব চুয়াডাঙ্গা (ডুসাক) আয়োজিত চার উপজেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ। বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দীন হল মাঠে এ খেলার আয়োজন করা হয়েছে। ফাইনাল খেলায় মুখোমুখি হবে মাথাভাঙ্গা ডমিনেটরস বনাম কেরু স্পার্টান্স। ডুসাকের সভাপতি মোস্তফা ইকবাল হৃদয় জানান, ডুসাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে সক্রিয় জেলা সংগঠন। এই টুর্নামেন্টের মাধ্যমে চুয়াডাঙ্গার নাম উজ্জ্বল করা এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করাই আমাদের উদ্দেশ্য। সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ বলেন, ‘আমরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং চুয়াডাঙ্গার সুনাম ক্যাম্পাসে তুলে ধরতে চাই।’ ডুসাক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মাথাভাঙ্গা ডমিনেটরস, কেরু স্পার্টান্স, লালব্রিজ ওয়ারিয়র্স এবং ফার্স্ট ক্যাপিটাল চুয়াডাঙ্গা। এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সাহিদ গ্রুপ, রিয়া টেক্সটাইল ও এমআর লজিস্টিকস।