চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও দর্শনায় ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ভারতের মিডিয়ার গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা—প্রতিবাদ
- আপলোড টাইম : ০২:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ৩৩ বার পড়া হয়েছে
আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে ভারতীয় হিন্দু সংঘর্ষ সমিতির হামলা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুতের ওপর আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার প্রতিবাদ মিছিলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশের ছাত্র—জনতা কখনো মেনে নিবে না।
এসময় তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুতের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘প্রশাসনকে আমার ছাত্রসমাজ ২৪ ঘণ্টার পরে আরও ১২ ঘণ্টা সময় দিলাম, এই সময়ের ভেতরে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। নতুবা আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ ফয়সাল হোসেন বিদ্যুতের ওপর হামলাকারীদের জান—মালের কোনো ক্ষয়—ক্ষতি হলে দায়ভার নিবে না। দায়ভার পুলিশ প্রশাসনকে নিতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল, সদস্যসচিব সাইমুম আরাফাত, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান, যুগ্ম আহ্বায়ক রুবেল জোয়াদ্দর্ার, সদস্য আকরামুল হাসান খোকন, আবু রায়হান, পারভেজ, সিয়াম, রাইহান, জীবন, ইমন, জুবায়ের, ফাহিম, সালাম, সাব্বির, জাহিদ, সাইফুল, রাহাত, ইমন, মিতুল সাকিব, সোহান, কবির, মিশর, পৃথিবী, নেওয়াজ, সুরুজ, জীবন, তুষার, নাহিদ, দুর্জয়, ওল্টু, সাইদুর, মহিন, হাসিব, বাপ্পী, সবুজ, ইসমাইল, আতিক, মিহির, ইয়াসিন, রায়হান মামুন, ছাদ, তাসিম, জুবায়ের, স্বাধীন, শুভ, আফিফ প্রমুখ।
এদিকে, আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহিদ মিনার থেকে আলমডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই বিক্ষোভ মিছিলে সাধারণ ছাত্র—জনতা অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে শুরু হয়ে প্রধান সড়ক ও ৭১ মোড় প্রদক্ষিণ করে আল—তায়েবা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে কার্যক্রমটি শেষ হয়।
এসময় বক্তব্য দেন আলমডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুসাব ইবনে শাফায়াত, কামরুল হাসান কাজল, তৌহিদ মুসাব, আব্দুর রহমান, সালেহীন প্রমুখ। বক্তারা ভারতের মিডিয়ার গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান এবং সেই সাথে সরকারের কাছে এর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন মুন্না, রাব্বি, ফিরোজ, রাকিব, রাতুল, তুহিন, নোমান, প্রার্থীব,শাকিব, জীবন প্রমুখ।
এছাড়া ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে দর্শনা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্যসচিব পলাশ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা, যুগ্ম আহ্বায়ক হোসাইন, যুগ্ম আহ্বায়ক শাফায়েত জামিল পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আসিফ হাসান, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন, এক নম্বর সদস্য হাসান আলী, শেখর শাওন, ফয়সাল, মাহফুজুর রহমান মাফুজ, রায়হান উদ্দিন, আমিন হাসান, ইমন, মোস্তাফিজুর রহমান সাইফ, ইব্রাহিম, সাকিব, সজীব, আবিদ প্রমুখ।