শিরোনাম:
মেহেরপুরে হেরোইন সেবনের অপরাধে ২ যুবকের কারাদণ্ড
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০২:৫৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ২৭ বার পড়া হয়েছে
মেহেরপুরে হেরোইন সেবন করার অপরাধে জিয়ারুল মন্ডল এবং তুফান খান নামের দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জিয়ারুল মন্ডলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং তুফান খানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ড ও জরিমানা করেন। সাজাপ্রাপ্ত জিয়ারুল মন্ডল পিরোজপুর গ্রামের আজের মেম্বারের ছেলে এবং তুফান খান একই এলাকার এছারুল খানের ছেলে। এর আগে হেরোইন সেবন করার সময় মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে জিয়ারুল এবং তুফানকে আটক করা হয়।
ট্যাগ :