ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

মেহেরপুরে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা স্থগিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৪৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ২৯ বার পড়া হয়েছে


মাঠে অনাকাক্সিক্ষত ঘটনার কারণে মাঝ পথে মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে খেলা চলাকালীন সময়ে এই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে।
মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় টস জিতে ২ নম্বর ওয়ার্ড ব্যাট করতে নামে। ১০ম ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে ২ নম্বর ওয়ার্ড। এসময় প্রতিপক্ষ ৩ নম্বর ওয়ার্ডের অধিনায়ক পল্লব আহত হলে তাকে মাঠের মধ্যে সেবা দেওয়া হচ্ছিল। এতে দুই নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ও কর্মকর্তারা আপত্তি তোলেন। পরের ওভারে আবারো মাঠের মধ্যে তাকে সেবা দেওয়ার সময় দুই নম্বর ওয়ার্ডের কিছু কর্মকর্তা ও খেলোয়াড় মাঠে প্রবেশ করে মাঠের মধ্যে সেবা দেওয়ার নামে পরামর্শ দেওয়া হচ্ছে বলে প্রতিবাদ জানায়।
এসময় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ওই সময় টুর্নামেন্ট কমিটির সদস্যদের সাথে দুই নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর পরপরই ৩ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যায়। খবর পেয়ে তৎক্ষণাৎ জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ মাঠে এসে বিষয়টি অবহিত হন এবং সকলকে শান্ত করেন। তিনি আলোচনা সাপেক্ষে পরবর্তী খেলার দিন তারিখ নির্ধারণ করার কথা জানান

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা স্থগিত

আপলোড টাইম : ০২:৪৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪


মাঠে অনাকাক্সিক্ষত ঘটনার কারণে মাঝ পথে মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে খেলা চলাকালীন সময়ে এই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে।
মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় টস জিতে ২ নম্বর ওয়ার্ড ব্যাট করতে নামে। ১০ম ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে ২ নম্বর ওয়ার্ড। এসময় প্রতিপক্ষ ৩ নম্বর ওয়ার্ডের অধিনায়ক পল্লব আহত হলে তাকে মাঠের মধ্যে সেবা দেওয়া হচ্ছিল। এতে দুই নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ও কর্মকর্তারা আপত্তি তোলেন। পরের ওভারে আবারো মাঠের মধ্যে তাকে সেবা দেওয়ার সময় দুই নম্বর ওয়ার্ডের কিছু কর্মকর্তা ও খেলোয়াড় মাঠে প্রবেশ করে মাঠের মধ্যে সেবা দেওয়ার নামে পরামর্শ দেওয়া হচ্ছে বলে প্রতিবাদ জানায়।
এসময় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ওই সময় টুর্নামেন্ট কমিটির সদস্যদের সাথে দুই নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর পরপরই ৩ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যায়। খবর পেয়ে তৎক্ষণাৎ জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ মাঠে এসে বিষয়টি অবহিত হন এবং সকলকে শান্ত করেন। তিনি আলোচনা সাপেক্ষে পরবর্তী খেলার দিন তারিখ নির্ধারণ করার কথা জানান