মেহেরপুরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
- আপলোড টাইম : ০২:৫১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানমের সভাপতিত্বে সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাসমূহের তদন্তের অগ্রগতি সংক্রান্ত আলোচনা করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিনুর রহমান খান,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ডিবির ওসি মেজবাউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অফিসার ও কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।