ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

গাংনীর রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের দ্বন্দ্ব

আক্রমণ পাল্টা আক্রমণে তিনজন আহত

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ০২:৩৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ২৩ বার পড়া হয়েছে

গাংনীর রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও সহকারী শিক্ষিকা আশুরা খাতুনের মধ্যে দ্বন্দ্বের জেরে পারিবারিকভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন— প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও তার স্ত্রী রেহানা খাতুন এবং সহকারী শিক্ষিকা আশুরা খাতুনের দেবর সেলিম। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ও সহকারী শিক্ষিকা আশুরা খাতুন একে অপরের আত্মীয় এবং দুজনেই একই বিদ্যালয়ের শিক্ষকতা করেন। দীর্ঘদিন যাবত দুজনের পারিবারিক মনোমালিন্যতা থাকার কারণে বিদ্যালয়ে দ্বন্দ্ব দেখা দেয়। আশুরা খাতুন ঠিকমতো বিদ্যালয়ে উপস্থিত হন না এবং পাঠদান করান না। এ বিষয়ে প্রধান শিক্ষক প্রতিবাদ করলেই দ্বন্দ্ব দেখা দেয়। ইতঃপূর্বে কয়েকবার দুই শিক্ষকের মধ্যে দ্বন্দ্বের জের ধরে পারিবারিকভাবেও সংঘর্ষের ঘটনা ঘটে।
গতকাল বুধবার বিদ্যালয়ে ক্লাস নেওয়ার ব্যাপারে দুজনের মধ্যে কথা—কাটাকাটি হয়। একপর্যায়ে সহকারী শিক্ষিকা আশুরা পায়ের জুতা দিয়ে প্রধান শিক্ষককে মারতে উদ্যত হলে প্রধান শিক্ষকের স্ত্রী রেহানা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হন। শুরু হয় দ্বন্দ্ব। সংবাদ পেয়ে শিক্ষক আশুরা খাতুনের দেবর সেলিম বিদ্যালয় উপস্থিত হয়ে প্রধান শিক্ষক আমিরুলকে মারধর শুরু করেন। পাল্টা আক্রমণ করে প্রধান শিক্ষকের স্ত্রী রেহানা। রেহানার হাতের ইটের আঘাতে সেলিমের মাথা কেটে যায়।
সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ ঘটনা স্থলে উপস্থিত হন ও ঘটনার বিস্তারিত শোনেন। প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ জানান, উভয় শিক্ষকের মধ্যেও দ্বন্দ্ব নিরসনে দুজনকেই বদলির জন্য আবেদন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (আজ) উভয়ে শিক্ষা অফিসে আবেদন করবেন এবং দুজনকেই বদলি করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীর রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের দ্বন্দ্ব

আক্রমণ পাল্টা আক্রমণে তিনজন আহত

আপলোড টাইম : ০২:৩৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

গাংনীর রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও সহকারী শিক্ষিকা আশুরা খাতুনের মধ্যে দ্বন্দ্বের জেরে পারিবারিকভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন— প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও তার স্ত্রী রেহানা খাতুন এবং সহকারী শিক্ষিকা আশুরা খাতুনের দেবর সেলিম। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ও সহকারী শিক্ষিকা আশুরা খাতুন একে অপরের আত্মীয় এবং দুজনেই একই বিদ্যালয়ের শিক্ষকতা করেন। দীর্ঘদিন যাবত দুজনের পারিবারিক মনোমালিন্যতা থাকার কারণে বিদ্যালয়ে দ্বন্দ্ব দেখা দেয়। আশুরা খাতুন ঠিকমতো বিদ্যালয়ে উপস্থিত হন না এবং পাঠদান করান না। এ বিষয়ে প্রধান শিক্ষক প্রতিবাদ করলেই দ্বন্দ্ব দেখা দেয়। ইতঃপূর্বে কয়েকবার দুই শিক্ষকের মধ্যে দ্বন্দ্বের জের ধরে পারিবারিকভাবেও সংঘর্ষের ঘটনা ঘটে।
গতকাল বুধবার বিদ্যালয়ে ক্লাস নেওয়ার ব্যাপারে দুজনের মধ্যে কথা—কাটাকাটি হয়। একপর্যায়ে সহকারী শিক্ষিকা আশুরা পায়ের জুতা দিয়ে প্রধান শিক্ষককে মারতে উদ্যত হলে প্রধান শিক্ষকের স্ত্রী রেহানা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হন। শুরু হয় দ্বন্দ্ব। সংবাদ পেয়ে শিক্ষক আশুরা খাতুনের দেবর সেলিম বিদ্যালয় উপস্থিত হয়ে প্রধান শিক্ষক আমিরুলকে মারধর শুরু করেন। পাল্টা আক্রমণ করে প্রধান শিক্ষকের স্ত্রী রেহানা। রেহানার হাতের ইটের আঘাতে সেলিমের মাথা কেটে যায়।
সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ ঘটনা স্থলে উপস্থিত হন ও ঘটনার বিস্তারিত শোনেন। প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ জানান, উভয় শিক্ষকের মধ্যেও দ্বন্দ্ব নিরসনে দুজনকেই বদলির জন্য আবেদন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (আজ) উভয়ে শিক্ষা অফিসে আবেদন করবেন এবং দুজনকেই বদলি করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হবে।