নানা আয়োজনে দর্শনা শত্রুমুক্ত দিবস পালিত
- আপলোড টাইম : ০২:৩১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
দর্শনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন ও র্যালির মধ্যদিয়ে শত্রুমুক্ত দিবস পালিত হয়েছে। গতকার বুধবার সকাল ১০টায় দর্শনা পুরাতন বাজারে মুক্তিযোদ্ধা অফিসে এই উপলক্ষে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীকে সম্মুখযুদ্ধে পরাজিত করে দর্শনা হানাদার মুক্ত করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। প্রতিবছরের ন্যায় এই দিনে দর্শনায় শত্রুমুক্ত দিবস পালন করা হয়। গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ—পশ্চিম অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম। মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার কমরেড সৈয়দ মজনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা শত্রুমুক্ত দিবস পালন কমিটির আহ্বায়ক সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম, সাবেক দর্শনা পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান মোল্লা, মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান প্রমুখ। পতাকা উত্তোলন শেষে দর্শনা পৌর মুক্তিযোদ্ধা অফিস থেকে একটি র্যালির বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে ‘আগুনের মুক্তিতে আনন্দের শিখা’ স্লোগানে দর্শনা সাংস্কৃতিক সংসদের আয়োজনে ৪ ডিসেম্বর দর্শনা শত্রুমুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে দর্শনার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা—কর্মীদের উপস্থিতে দর্শনা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে এক বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেরু চিনিকলের আনন্দবাজারের বীর শহীদ স্মৃতিসৌধে এসে শেষ হয়। পরে সাংস্কৃতিক সংসদের নেতৃবৃন্দ শহিদদের আত্মার প্রতি এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, বিশিষ্টরাজনীতিবিদ আনোয়ারুল ইসলাম বাবু, সিডিএল পরিচালক আবু সুফিয়ান, হিন্দোল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, দর্শনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী অনিক, দর্শনা সাংস্কৃতিক সংসদের শত্রুমুক্ত দিবস পালনে উপ—কমিটির আহ্বায়ক মোস্তাক আহম্মেদ মনা, সাংস্কৃতিক সংসদের মনিরুজ্জামান ধীরু, টিটো খান, সাজ্জাদ হোসেন, শেখ সাজু, রাশেদ আহম্মেদ, বলরাম কুমার, আনোয়ার জোয়ার্দারসহ ১৫টি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী কবি, সাহিত্যিক, সাংবাদিকগন উপসি্হত ছিলেন। এছাড়া দর্শনা সাংস্কৃতিক সংসদের আয়োজনে লাঠিখেলা, কবিতাবৃত্তি, দেশগান অনুষ্ঠিত হয়।