ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

দর্শনায় দুই দিনের ব্যবধানে পরাণপুর-লোকনাথপুর সড়কে গাছ ফেলে ফের ডাকাতি

অ্যাম্ব্যুলেন্সের পথরোধ করে যাত্রীদের কাছ থেকে টাকা লুট

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ১০:২৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ৩২ বার পড়া হয়েছে

দর্শনা পরাণপুর-লোকনাথপুর সড়কে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১১টার দিকে সড়কে খেজুর গাছ ফেলে দর্শনা তরফদার ক্লিনিকের একটি অ্যাম্বুলেন্স ও দুটি ভ্যান আটকে ডাকাতরা অ্যাম্বুলেন্সের যাত্রীদের কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

দর্শনা তরফদার ক্লিনিকের মালিক সোহেল জানান, রাত ৮টার দিকে প্রতাপপুর গ্রামের আব্দুল জলিল নামে এক রোগীকে নিয়ে পল্লী চিকিৎসক রকি ক্লিনিকে আসেন। রোগীর অবস্থা খারাপ হওয়ায় দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। ফেরার পথে পরাণপুর-লোকনাথপুর সড়কের ধাপাঁড়ী মাঠে পৌঁছালে ৫-৬ জন ডাকাত সড়কে খেজুর গাছ ফেলে তাদের দেড় ঘণ্টা পথরোধ করে। প্রথমে তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নেওয়া হয়। এরপর যাত্রীদের কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে দামুড়হুদা থানা থেকে পুলিশ আসার খবর পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ডাকাতরা অ্যাম্বুলেন্সের যাত্রীদের কাছ থেকে কিছু টাকা নিয়ে গেছে।’
এদিকে, একই রাতে দর্শনা-মুজিবনগর সড়কের গোপালখালী এলাকায় আরেকটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘ওই এলাকায় এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানতে পারিরি। সেখানে আমাদের পুলিশ মোতায়েন ছিল।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় দুই দিনের ব্যবধানে পরাণপুর-লোকনাথপুর সড়কে গাছ ফেলে ফের ডাকাতি

অ্যাম্ব্যুলেন্সের পথরোধ করে যাত্রীদের কাছ থেকে টাকা লুট

আপলোড টাইম : ১০:২৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

দর্শনা পরাণপুর-লোকনাথপুর সড়কে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১১টার দিকে সড়কে খেজুর গাছ ফেলে দর্শনা তরফদার ক্লিনিকের একটি অ্যাম্বুলেন্স ও দুটি ভ্যান আটকে ডাকাতরা অ্যাম্বুলেন্সের যাত্রীদের কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

দর্শনা তরফদার ক্লিনিকের মালিক সোহেল জানান, রাত ৮টার দিকে প্রতাপপুর গ্রামের আব্দুল জলিল নামে এক রোগীকে নিয়ে পল্লী চিকিৎসক রকি ক্লিনিকে আসেন। রোগীর অবস্থা খারাপ হওয়ায় দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। ফেরার পথে পরাণপুর-লোকনাথপুর সড়কের ধাপাঁড়ী মাঠে পৌঁছালে ৫-৬ জন ডাকাত সড়কে খেজুর গাছ ফেলে তাদের দেড় ঘণ্টা পথরোধ করে। প্রথমে তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নেওয়া হয়। এরপর যাত্রীদের কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে দামুড়হুদা থানা থেকে পুলিশ আসার খবর পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ডাকাতরা অ্যাম্বুলেন্সের যাত্রীদের কাছ থেকে কিছু টাকা নিয়ে গেছে।’
এদিকে, একই রাতে দর্শনা-মুজিবনগর সড়কের গোপালখালী এলাকায় আরেকটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘ওই এলাকায় এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানতে পারিরি। সেখানে আমাদের পুলিশ মোতায়েন ছিল।’