দেশ বরেণ্য ইসলামী বক্তা এনামুল হক শাফীর ইন্তেকাল
- আপলোড টাইম : ১০:১৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ৫০ বার পড়া হয়েছে
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ও দেশ বরেণ্য ইসলামি বক্তা মাওলানা এ.কে.এম এনামুল হক শাফী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা এনামুল হক শাফী ৮০-এর দশক থেকে বৃহত্তর কুষ্টিয়া ও আশপাশের অঞ্চলে ইসলামের বাণী প্রচার করে জনপ্রিয়তা অর্জন করেন। তার বড় ছেলে আলহাজ্ব মাওলানা নাসির ইকবাল বিন শাফি বর্তমানে একজন জনপ্রিয় ইসলামী বক্তা। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় পাটিকাবাড়ী ঈদগাহ ময়দানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারা।