গাংনীতে আল-জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
- আপলোড টাইম : ১০:০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ২৭ বার পড়া হয়েছে
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠদান সংক্রান্ত বিষয়ে মেহেরপুরের গাংনীর পূর্বমালসাদহের আল-জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আল-জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রাসার সহসভাপতি ডা. তহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা। প্রধান আলোচক ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ। সহকারী শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় অতিথি ছিলেন গাংনী প্রেসক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ। েআলোচনায় মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, আচার আচরণ, বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা সংক্রান্ত বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। অভিভাবকরা তাদের মতামত ব্যক্ত করেন। এসময় আরও বক্তব্য দেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল বাসার, সহকারী শিক্ষক জয়নব ইয়াসমিন জুঁই, পারুলরা খাতুন প্রমুখ।