শিরোনাম:
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ঝিনাইদহ অফিস:
- আপলোড টাইম : ০৬:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার এমপি মোড় নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ আলী শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামের জাকের আলী শেখের ছেলে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, সোমবার সকালে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের এমপি মোড় নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন জাবেদ আলী। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল বৃদ্ধ জাবেদকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ট্যাগ :