ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির অভিযোগ পেলেই অভিযান

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৬:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • / ৩০ বার পড়া হয়েছে

ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ঝিনাইদহ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের ভোক্তা সংরক্ষণ আইন, ভোক্তা সচেতনতা ও পণ্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন। ক্যাবের ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক শরিফা খাতুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ঝিনাইদহ ক্যাবের সভাপতি অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, সচেতন নাগরিক সমাজের (সনাক) সভাপতি সাইফুল মাবুদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

পণ্য মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতার বিকল্প নেই উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, নিয়মিত বাজার মনিটরিং অব্যহত রাখা হয়েছে। ভোক্তার যেকোনো অভিযোগ পাওয়া মাত্রই প্রশাসন তাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পণ্য ও সেবা পাওয়ার জন্য ভোক্তাকে সচেতন ভাবে নিজের অধিকার সম্পর্কে জানতে হবে। বাজারে অনিয়ম ও যেকোনো কারসাজির তথ্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ প্রশাসনকে জানাতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির অভিযোগ পেলেই অভিযান

আপলোড টাইম : ০৬:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ঝিনাইদহ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের ভোক্তা সংরক্ষণ আইন, ভোক্তা সচেতনতা ও পণ্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন। ক্যাবের ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক শরিফা খাতুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ঝিনাইদহ ক্যাবের সভাপতি অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, সচেতন নাগরিক সমাজের (সনাক) সভাপতি সাইফুল মাবুদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

পণ্য মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতার বিকল্প নেই উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, নিয়মিত বাজার মনিটরিং অব্যহত রাখা হয়েছে। ভোক্তার যেকোনো অভিযোগ পাওয়া মাত্রই প্রশাসন তাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পণ্য ও সেবা পাওয়ার জন্য ভোক্তাকে সচেতন ভাবে নিজের অধিকার সম্পর্কে জানতে হবে। বাজারে অনিয়ম ও যেকোনো কারসাজির তথ্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ প্রশাসনকে জানাতে হবে।