হিজলগাড়ীতে বিএনপির মতবিনিময় সভা
- আপলোড টাইম : ০৬:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে হিজলগাড়ী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। নেহালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জসিম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নাম ভাঙিয়ে কিছু সুবিধাভোগী চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়েছে। শহিদ জিয়ার আদর্শে বিশ্বাসী কোনো জাতীয়তাবাদী দলের কর্মী চাঁদাবাজ ও দখলদারির সাথে লিপ্ত হতে পারে না। দলের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দলের বিরুদ্ধে গ্রুপিং তৈরি করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এক শ্রেণির কতিপয় পথভ্রষ্টরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যেখানেই অনিয়ম ও দুর্নীতি সেখানেই প্রতিরোধ গড়ে গণমানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ মিয়া, বিএনপি নেতা আশকার আলী, তিতুদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী খলিলুর রহমান, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল ইসলাম লিংকন ও দর্শনা থানা যুবদলের সদস্য মোহাম্মদ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিণ্টু মিয়া, সহসভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক কালাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মুসা মিয়া, ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ, বিএনপি নেতা জহিরুল ইসলাম, শান্তি মিয়া, মালেক মেম্বার, তাহের আলী, মহর আলী, হালিম, যুবদল নেতা সাব্বির মাস্টার, নবাব, ফিরোজ প্রমুখ।