দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে মানববন্ধন
ট্রেন বরাদ্দ ও চিত্রা-সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি- আপলোড টাইম : ০৬:০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ২৬ বার পড়া হয়েছে
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে দুটি আন্তঃনগর, দুটি লোকাল ট্রেনের বরাদ্দসহ হল্ট স্টেশনের চিত্রা ডাউন, সুন্দরবন আপ ট্রেনের যাত্রাবিরতি এবং খুলনা-দর্শনা ডাবল লাইন স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘দর্শনার জন্য আমরা’ ও দর্শনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা চলাকালীন কমান্ডার দক্ষিণ পশ্চিমাঞ্চলের রণাঙ্গনে সংগঠক অ্যাডভোকেট কমরেড শহিদুল ইসলাম, দর্শনা সরকারি কলেজের সাবেক উপধ্যাক্ষ মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, বিল্লাল উদ্দীন, আনোয়ারুল ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম, আ. হান্নান, ফজলুর রহমান, বদরুর আলম ফিট্রু, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল আলম অপু, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ওসমান আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীর আহম্মেদ অনিক, সোহানুর রহমান, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমিও, ইমরুল কায়েস, সাজ্জাদ হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ২১ দিনের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে। মানববন্ধন পরিচালনা ও উপস্থাপনা করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল।