ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

দামুড়হুদায় তাঁড়ি বাগানের ছড়াছড়ি, বেড়েছে মাতালের উৎপাত

বাড়ছে চুরি-ছিনতাইসহ অপরধাথ কার্যক্রম

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৬:০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • / ২৭ বার পড়া হয়েছে

দামুড়হুদায় তাঁড়ি বাগানের সংখ্যা বাড়ায় এলাকায় মাতালের উৎপাত বেড়েছে। এতে সামাজিক পরিবেশের পাশাপাশি মাঠের ফসলেরও ক্ষতি হচ্ছে। মাতালরা তাঁড়ি খেয়ে ভুট্টাসহ বিভিন্ন ফসল নষ্ট করছে। শুধু তাই নয়, নেশার টাকা জোগাড় করতে তারা চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ করছে। এর ফলে এলাকায় চুরির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর মাঠ, কঁাঁদিপুর মাঠ, দুধপাতিলা মাঠ, বাস্তুপুর মাঠ, জয়রামপুর মাঠসহ উপজেলার বিভিন্ন স্থানে দেদারসে বিক্রি হচ্ছে খেজুরের রস থেকে তৈরি মাদক তাঁড়ি। এই তাঁড়ি খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছে অনেক মানুষ। তাঁড়ির এমন নেশা যে, একদিন না খেলে নেশাগ্রস্তরা অস্থির হয়ে পড়ে। প্রতিদিন সকাল-বিকেল তারা তাঁড়ি বাগানে ভিড় জমায়। নেশার টাকা জোগাড় করতে তারা চুরি ও ছিনতাইসহ নানা অপরাধে লিপ্ত হচ্ছে।

শীতের সময় খেজুরের বাগানে তাঁড়ি তৈরি হয়। বাগানে তাঁড়ি খাওয়ার সময় মাতাল হয়ে তারা মাঠের ফসল নষ্ট করছে। অনেক ক্ষেত্রেই চারাগাছ মরে যাচ্ছে। মাতাল অবস্থায় তাদের কার্যকলাপের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ফলে বিস্তীর্ণ কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকের ঘাম ঝরানো ফসল যদি এভাবে নষ্ট হয়, তা অত্যন্ত দুঃখজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, তাড়ি খেয়ে মাতালরা ফসলের ক্ষতি করছে। তাঁড়ির মধ্যে এমন কিছু মেশানো হচ্ছে, যা পান করার পর মানুষ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। তারা বাড়িতে গিয়ে অশান্তি সৃষ্টি করছে, পরিবারের সদস্যদের মারধর করছে এবং প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়াচ্ছে। এমনকি মাতাল হয়ে স্ত্রীকে প্রহার করায় থানায় অভিযোগ হওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শীতের সময় গাছিরা খেজুরের রস দিয়ে গুড় তৈরি করলেও কিছু অসাধু গাছি খেজুরের রস থেকে তাঁড়ি তৈরি করে সমাজে অশান্তি সৃষ্টি করছে। এর থেকে পরিত্রাণ পেতে স্থানীয়রা প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদায় তাঁড়ি বাগানের ছড়াছড়ি, বেড়েছে মাতালের উৎপাত

বাড়ছে চুরি-ছিনতাইসহ অপরধাথ কার্যক্রম

আপলোড টাইম : ০৬:০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

দামুড়হুদায় তাঁড়ি বাগানের সংখ্যা বাড়ায় এলাকায় মাতালের উৎপাত বেড়েছে। এতে সামাজিক পরিবেশের পাশাপাশি মাঠের ফসলেরও ক্ষতি হচ্ছে। মাতালরা তাঁড়ি খেয়ে ভুট্টাসহ বিভিন্ন ফসল নষ্ট করছে। শুধু তাই নয়, নেশার টাকা জোগাড় করতে তারা চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ করছে। এর ফলে এলাকায় চুরির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর মাঠ, কঁাঁদিপুর মাঠ, দুধপাতিলা মাঠ, বাস্তুপুর মাঠ, জয়রামপুর মাঠসহ উপজেলার বিভিন্ন স্থানে দেদারসে বিক্রি হচ্ছে খেজুরের রস থেকে তৈরি মাদক তাঁড়ি। এই তাঁড়ি খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছে অনেক মানুষ। তাঁড়ির এমন নেশা যে, একদিন না খেলে নেশাগ্রস্তরা অস্থির হয়ে পড়ে। প্রতিদিন সকাল-বিকেল তারা তাঁড়ি বাগানে ভিড় জমায়। নেশার টাকা জোগাড় করতে তারা চুরি ও ছিনতাইসহ নানা অপরাধে লিপ্ত হচ্ছে।

শীতের সময় খেজুরের বাগানে তাঁড়ি তৈরি হয়। বাগানে তাঁড়ি খাওয়ার সময় মাতাল হয়ে তারা মাঠের ফসল নষ্ট করছে। অনেক ক্ষেত্রেই চারাগাছ মরে যাচ্ছে। মাতাল অবস্থায় তাদের কার্যকলাপের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ফলে বিস্তীর্ণ কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকের ঘাম ঝরানো ফসল যদি এভাবে নষ্ট হয়, তা অত্যন্ত দুঃখজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, তাড়ি খেয়ে মাতালরা ফসলের ক্ষতি করছে। তাঁড়ির মধ্যে এমন কিছু মেশানো হচ্ছে, যা পান করার পর মানুষ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। তারা বাড়িতে গিয়ে অশান্তি সৃষ্টি করছে, পরিবারের সদস্যদের মারধর করছে এবং প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়াচ্ছে। এমনকি মাতাল হয়ে স্ত্রীকে প্রহার করায় থানায় অভিযোগ হওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শীতের সময় গাছিরা খেজুরের রস দিয়ে গুড় তৈরি করলেও কিছু অসাধু গাছি খেজুরের রস থেকে তাঁড়ি তৈরি করে সমাজে অশান্তি সৃষ্টি করছে। এর থেকে পরিত্রাণ পেতে স্থানীয়রা প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়েছেন।