ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা ডিডিএলজি শারমিন আক্তার

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৭:৪৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • / ২২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা ডিডিএলজি শারমিন আক্তার। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি অফিসে পৌঁছালে সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ তাঁকে অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে আলমডাঙ্গা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম, আলমডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, প্রতিমাসে অথবা প্রতি দুই মাস অন্তর স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন অফিস পরিদর্শন করে থাকেন চুয়াডাঙ্গা ডিডিএলজি।

জনস্বাস্থ্য প্রকৌশল অফিস পরিদর্শন শেষে তিনি আলমডাঙ্গা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত গ্রাম পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ প্রশিক্ষণে অংশ নেন। ডিডিএলজি শারমিন আক্তার বলেন, ‘আপনারা যারা গ্রাম পুলিশের দায়িত্ব পালন করছেন, আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামাঞ্চলে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আপনাদের দায়িত্বশীল আচরণ অত্যাবশ্যক। প্রতিটি ইউনিয়নের মানুষের সেবা নিশ্চিত করতে আপনাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানাই।’

এরপর শারমিন আক্তার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে কিছু সময় অতিবাহিত করেন। সেখান থেকে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে চলতি বছরের এলজিআরডি প্রকল্পের উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম ও উপজেলা প্রকৌশলী তাওহিদ উপস্থিত থেকে উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা ডিডিএলজি শারমিন আক্তার

আপলোড টাইম : ০৭:৪৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

আলমডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা ডিডিএলজি শারমিন আক্তার। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি অফিসে পৌঁছালে সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ তাঁকে অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে আলমডাঙ্গা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম, আলমডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, প্রতিমাসে অথবা প্রতি দুই মাস অন্তর স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন অফিস পরিদর্শন করে থাকেন চুয়াডাঙ্গা ডিডিএলজি।

জনস্বাস্থ্য প্রকৌশল অফিস পরিদর্শন শেষে তিনি আলমডাঙ্গা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত গ্রাম পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ প্রশিক্ষণে অংশ নেন। ডিডিএলজি শারমিন আক্তার বলেন, ‘আপনারা যারা গ্রাম পুলিশের দায়িত্ব পালন করছেন, আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামাঞ্চলে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আপনাদের দায়িত্বশীল আচরণ অত্যাবশ্যক। প্রতিটি ইউনিয়নের মানুষের সেবা নিশ্চিত করতে আপনাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানাই।’

এরপর শারমিন আক্তার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে কিছু সময় অতিবাহিত করেন। সেখান থেকে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে চলতি বছরের এলজিআরডি প্রকল্পের উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম ও উপজেলা প্রকৌশলী তাওহিদ উপস্থিত থেকে উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।