সাংবাদিক খাইরুল ইসলামের মায়ের ইন্তেকাল; আজ দাফন
- আপলোড টাইম : ০৫:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি ও সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি খাইরুল ইসলামের মা আম্বিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার কুলচারা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুলচারা মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। আম্বিয়া খাতুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সমীকরণ পরিবার। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।