ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

৪ বছর পর চুয়াডাঙ্গা-যশোর রুটে সরাসরি বাস চলাচল শুরু আজ

মালিক সমিতির দ্বন্দ্বের অবসান, খুশি যাত্রীরা

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৯:৫৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৭৬ বার পড়া হয়েছে

চার বছর পর আজ সোমবার থেকে চুয়াডাঙ্গা-যশোর, ভায়া কালীগঞ্জ-কোটচাঁদপুর-জীবননগর রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে বাস চলাচল শুরুর খবরে স্বস্তি ফিরেছে যাত্রী সাধারণের মধ্যে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা মালিক সমিতির বাস নিয়মিতভাবে চুয়াডাঙ্গা থেকে যশোর এবং যশোর থেকে চুয়াডাঙ্গা চলাচল করত। তবে মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ২০২০ সালের ৬ ডিসেম্বর থেকে এই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। দীর্ঘদিন সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় হাসাদাহ বাজার অঘোষিত টার্মিনালে পরিণত হয়। যাত্রীদের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ গুনতে হতো। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহল দাবি জানালেও সমাধান আসেনি। গত শনিবার কোটচাঁদপুরে চুয়াডাঙ্গা, কালীগঞ্জ ও যশোর বাস মালিক সমিতির নেতারা এক বৈঠকে মিলিত হন। সেখানে আজ সোমবার থেকে চুয়াডাঙ্গা-যশোর রুটে সরাসরি বাস চলাচলের সিদ্ধান্ত গৃহীত হয়।

জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান বলেন, ‘চার বছর ধরে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। সরাসরি বাস চলাচল শুরু হওয়ায় উভয় মালিক সমিতিকে ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতে এ ধরনের সঙ্কট আর হবে না।’

জীবননগর শাপলা পরিবহন মালিক সমিতির সভাপতি কাজী হাসানুজ্জামান বাবলু বলেন, ‘সোমবার থেকে বাস চলাচল শুরু হবে। আগামী ৪ ডিসেম্বর এ বিষয়ে চূড়ান্ত বৈঠক হবে। আমরা আশাবাদী যে এ রুটে সরাসরি বাস চলাচল আর বন্ধ হবে না।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনা সম্পর্কে নিশ্চিত কিছু জানা নেই। তবে বিষয়টি নিয়ে গত আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে আলোচনা হয়েছে।’ জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমীন বলেন, ‘সরাসরি বাস চলাচল সম্পর্কে আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে অসমর্থিত সূত্রে শুনেছি দীর্ঘ সময়ের পর আবার সরাসরি বাস চলাচল শুরু হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

৪ বছর পর চুয়াডাঙ্গা-যশোর রুটে সরাসরি বাস চলাচল শুরু আজ

মালিক সমিতির দ্বন্দ্বের অবসান, খুশি যাত্রীরা

আপলোড টাইম : ০৯:৫৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

চার বছর পর আজ সোমবার থেকে চুয়াডাঙ্গা-যশোর, ভায়া কালীগঞ্জ-কোটচাঁদপুর-জীবননগর রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে বাস চলাচল শুরুর খবরে স্বস্তি ফিরেছে যাত্রী সাধারণের মধ্যে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা মালিক সমিতির বাস নিয়মিতভাবে চুয়াডাঙ্গা থেকে যশোর এবং যশোর থেকে চুয়াডাঙ্গা চলাচল করত। তবে মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ২০২০ সালের ৬ ডিসেম্বর থেকে এই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। দীর্ঘদিন সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় হাসাদাহ বাজার অঘোষিত টার্মিনালে পরিণত হয়। যাত্রীদের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ গুনতে হতো। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহল দাবি জানালেও সমাধান আসেনি। গত শনিবার কোটচাঁদপুরে চুয়াডাঙ্গা, কালীগঞ্জ ও যশোর বাস মালিক সমিতির নেতারা এক বৈঠকে মিলিত হন। সেখানে আজ সোমবার থেকে চুয়াডাঙ্গা-যশোর রুটে সরাসরি বাস চলাচলের সিদ্ধান্ত গৃহীত হয়।

জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান বলেন, ‘চার বছর ধরে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। সরাসরি বাস চলাচল শুরু হওয়ায় উভয় মালিক সমিতিকে ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতে এ ধরনের সঙ্কট আর হবে না।’

জীবননগর শাপলা পরিবহন মালিক সমিতির সভাপতি কাজী হাসানুজ্জামান বাবলু বলেন, ‘সোমবার থেকে বাস চলাচল শুরু হবে। আগামী ৪ ডিসেম্বর এ বিষয়ে চূড়ান্ত বৈঠক হবে। আমরা আশাবাদী যে এ রুটে সরাসরি বাস চলাচল আর বন্ধ হবে না।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনা সম্পর্কে নিশ্চিত কিছু জানা নেই। তবে বিষয়টি নিয়ে গত আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে আলোচনা হয়েছে।’ জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমীন বলেন, ‘সরাসরি বাস চলাচল সম্পর্কে আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে অসমর্থিত সূত্রে শুনেছি দীর্ঘ সময়ের পর আবার সরাসরি বাস চলাচল শুরু হয়েছে।’