জীবননগরে ‘শরিফুল চোরের’ অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী
গ্রেপ্তারের দাবিতে থানায় গণপিটিশন
- আপলোড টাইম : ০৯:৫৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ৩২ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার পোকামারী গ্রামের শরিফুল ইসলামের (৩০) বিরুদ্ধে একের পর এক চুরির অভিযোগ উঠেছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রামবাসী। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে নিজের চাচাতো ভাইয়ের ইট চুরি করে ঘরে লুকিয়ে রাখার ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ হয়। একই সঙ্গে শরিফুলের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসী থানায় গণপিটিশন জমা দিয়েছেন। তিনি গ্রামে ‘শরিফুল চোর’ নামেই পরিচিত।
পোকামারী গ্রামের মৃত মসলেম আলী বেপারীর ছেলে প্রান্তিক কৃষক নুর হোসেন বলেন, ‘আমাদের গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল একজন পেশাদার চোর। সে এর আগে ফজলুল হকের ঘর থেকে সোনার চেইন, শাহ আলমের দোকান থেকে মালামাল, সলেমানের ঘর থেকে ১২ হাজার টাকা, মোতালেব ফকিরের দোকান থেকে পণ্য ও কাওসারের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি করেছে। এছাড়া সে একজন মাদক ব্যবসায়ীও। গত বৃহস্পতিবার রাতে আমার বাড়ির পাশ থেকে ৩১টি এবং তার চাচাতো ভাই আব্দুল করিমের ২০টি ইটও চুরি করে নিজের ঘরে লুকিয়ে রাখে। পরে চুরি হওয়া ইট তার ঘর থেকেই উদ্ধার হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।’
একই গ্রামের মনির হোসেন বলেন, ‘শরিফুলের অত্যাচারে আমরা অতিষ্ঠ। বারবার চুরি করেও পুলিশি নমনীয়তার কারণে সে রেহাই পেয়ে যায়। আমরা তার গ্রেপ্তার চাই। এ জন্য আবারও গণপিটিশন দিয়েছি।’
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা হাকিবুর রহমান লিটন বলেন, ‘শরিফুলের বিরুদ্ধে চুরির অভিযোগ শুনেছি। তবে আমার কাছে নির্দিষ্টভাবে কেউ অভিযোগ করেনি। পুলিশ তদন্ত করলে সব কিছু বেরিয়ে আসবে।’
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বলেন, ‘শরিফুলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় কেউ চুরি-ছিনতাই করে রেহাই পাবে না। তবে গণপিটিশনের ব্যাপারে এখনো কিছু জানি না।’