জীবননগরে ব্যবসায়ীকে আটকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
- আপলোড টাইম : ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
জীবননগরের পুরাতন চাকলায় নার্সারি ব্যবসায়ী কবির হোসেনকে (৩৮) আটকিয়ে মারধর ও ২ লাখ ৫৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কবির হোসেন এ ঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কবির হোসেন উপজেলার রায়পুর বাজারপাড়ার মৃত মসলেম মুন্সীর ছেলে।
কবির হোসেন অভিযোগ করে বলেন, ‘শনিবার সন্ধ্যায় ব্যবসায়িক কাজ শেষে সাইফুল ইসলামের সঙ্গে খালিশপুর থেকে মোটরসাইকেলযোগ বাড়ি ফিরছিলাম। পথে পুরাতন চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে গ্রামের শহিদুল ইসলাম, সালাউদ্দিন এবং আলী আহম্মেদ আমাদের পথরোধ করে। আমার মোটরসাইকেলর থামানোর পরপরই তারা আমাদের এলোপাতাড়ি মারধর করে। এসময় আমার দুটি অ্যান্ড্রয়েড ফোন ভেঙে ফেলে এবং সঙ্গে থাকা ২ লাখ ৫৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’
এদিকে, অভিযুক্ত আলী আহম্মেদ দাবি করেন, ‘ঘটনার সময় তিনি গ্রামেই ছিলেন না। সালাউদ্দিন ও শহিদদের সঙ্গে রায়পুরের কবির হোসেনের পূর্ব শত্রুতা রয়েছে। এর জের ধরে এমন ঘটনা ঘটতে পারে।’
রায়পুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম জানান, ‘অভিযুক্ত সালাউদ্দিন ও শহিদের নিকট থেকে সম্প্রতি হাসাদহ বাজার এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনায় প্রকৃত ছিনতাইকারীরা ছাড়া পেয়ে যায়। কিন্তু পরবর্তীতে সালাউদ্দিন ও শহিদরা সেই ঘটনায় রায়পুরের কবির হোসেনসহ ৪ জনকে আসামি করে ছিনতাইয়ের মামলা করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’